আপনি কে? রণবীর সিংকে এই প্রশ্ন, ভাইরাল হল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সার্কিটে ঢোকার একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ না শুধুমাত্র তাঁর গলাতেই উত্তেজনা ছিল তাই নয়, পোশাকেও জাঁকজমক ছিল ৷ আর সেটাই নজর কাড়ে ফর্মুলা ওয়ানের সার্কিটের সাংবাদিকের৷
#আবুধাবি: আবুধাবিতে বছরের শেষ ফর্মুলা ওয়ান রেসের আসর বসেছে৷ সেখানে কার্যত চাঁদের হাট৷ বলিউডের সুপারস্টার রণবীর সিং নিজের স্বভাবসিদ্ধ উত্তেজনা নিয়ে পৌঁছে গেছেন রেস দেখতে৷ তাঁর সার্কিটে ঢোকার একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ না শুধুমাত্র তাঁর গলাতেই উত্তেজনা ছিল তাই নয়, পোশাকেও জাঁকজমক ছিল ৷ আর সেটাই নজর কাড়ে ফর্মুলা ওয়ানের সার্কিটের সাংবাদিকের৷
একজন সাংবাদিককে মুগ্ধ হন তাঁর পোশাকে কিন্তু প্রথমে অভিনেতাকে চিনতে পারেননি। দুজনের কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রাক্তন রেসিং ড্রাইভার এবং সাংবাদিক মার্টিন ব্র্যান্ডল রণবীর সিংকে দেখেন কিন্তু "মুহূর্তে ভুলে গেছেন" অভিনেতাকে। তাঁকে কে জিজ্ঞাসা করায় রণবীর সিং বলেন, "আমি একজন বলিউড অভিনেতা এবং আমি ভারতের মুম্বই থেকে এসেছি। আমি একজন অভিনেতা।"
advertisement
আরও পড়ুন - IND vs NZ: এ কী হাল ভারতীয় ড্রেসিংরুমে, একটা এঁঠো স্যান্ডউইচ নিয়ে কামড়াকামড়ি ক্রিকেটারদের
advertisement
সেখানে গিয়ে কেমন লাগছে তাতে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি৷ রণবীর বলেন, "পৃথিবীর উপরে! আমি উচ্ছ্বাস এবং শরীরে অ্যাড্রেনালিন অনুভব করতে পারি।"
আরও পড়ুন - মহম্মদ রফির গান তাঁর গলায় প্রাণ পায়, কাঁচা বাদামকে টেক্কা দিচ্ছে ‘এই’ গান, ভাইরাল ভিডিও
advertisement
মার্টিন ব্র্যান্ডল রণবীর সিংয়ের পোশাকেরও প্রশংসা করেছেন না খোঁচা দিয়েছেন তা অবশ্য সঠিক ভাবে বোঝা সম্ভব নয়৷ তাঁর ফ্যাশন সেন্স নিয়েও ওঠে প্রশ্ন৷ কিন্তু তাও নিজের ধারা বজায় রাখেন৷
advertisement
এদিকে গ্রাঁ প্রি-র শেষ রেস দেখতে একাধিক তারকার সঙ্গে দেখা করেন৷ আর সেই ছবিগুলিও ভাইরাল এখন নেট দুনিয়ায়৷
আবুধাবি গ্র্যাঁ প্রি, যা মরসুমের শেষ, যা রবিবার হয়েছে। রেড বুল রেসিংয়ের গ্র্যাঁপ্রি জিতেছে এবং ডাবল বিশ্ব চ্যাম্পিয়ন এবং তাঁর রেড বুল দলের জন্য একটি স্মরণীয় বছর৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 21, 2022 2:20 PM IST