আপনি কে? রণবীর সিংকে এই প্রশ্ন, ভাইরাল হল ভিডিও

Last Updated:

সার্কিটে ঢোকার একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ না  শুধুমাত্র তাঁর গলাতেই  উত্তেজনা ছিল তাই নয়,  পোশাকেও জাঁকজমক ছিল ৷ আর সেটাই নজর কাড়ে ফর্মুলা ওয়ানের সার্কিটের সাংবাদিকের৷

Who are you F1 anchor asked question to Ranveer Singh , viral video
Who are you F1 anchor asked question to Ranveer Singh , viral video
#আবুধাবি: আবুধাবিতে বছরের শেষ ফর্মুলা ওয়ান রেসের আসর বসেছে৷ সেখানে কার্যত চাঁদের হাট৷ বলিউডের সুপারস্টার রণবীর সিং নিজের স্বভাবসিদ্ধ উত্তেজনা নিয়ে পৌঁছে গেছেন রেস দেখতে৷ তাঁর সার্কিটে ঢোকার একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ না  শুধুমাত্র তাঁর গলাতেই  উত্তেজনা ছিল তাই নয়,  পোশাকেও জাঁকজমক ছিল ৷ আর সেটাই নজর কাড়ে ফর্মুলা ওয়ানের সার্কিটের সাংবাদিকের৷
একজন সাংবাদিককে মুগ্ধ হন তাঁর পোশাকে কিন্তু প্রথমে অভিনেতাকে চিনতে পারেননি। দুজনের কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রাক্তন রেসিং ড্রাইভার এবং সাংবাদিক মার্টিন ব্র্যান্ডল রণবীর সিংকে  দেখেন কিন্তু  "মুহূর্তে ভুলে গেছেন" অভিনেতাকে। তাঁকে কে জিজ্ঞাসা করায়  রণবীর সিং বলেন, "আমি একজন বলিউড অভিনেতা এবং আমি ভারতের মুম্বই থেকে এসেছি।  আমি একজন অভিনেতা।"
advertisement
advertisement
সেখানে গিয়ে কেমন লাগছে তাতে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি৷  রণবীর বলেন, "পৃথিবীর উপরে! আমি উচ্ছ্বাস এবং শরীরে অ্যাড্রেনালিন অনুভব করতে পারি।"
advertisement
মার্টিন ব্র্যান্ডল রণবীর সিংয়ের পোশাকেরও প্রশংসা করেছেন না খোঁচা দিয়েছেন তা অবশ্য সঠিক ভাবে বোঝা সম্ভব নয়৷ তাঁর ফ্যাশন সেন্স নিয়েও ওঠে প্রশ্ন৷ কিন্তু তাও নিজের ধারা বজায় রাখেন৷
advertisement
এদিকে গ্রাঁ প্রি-র শেষ রেস দেখতে একাধিক তারকার সঙ্গে দেখা করেন৷ আর সেই ছবিগুলিও ভাইরাল এখন নেট দুনিয়ায়৷
আবুধাবি গ্র্যাঁ প্রি, যা মরসুমের শেষ, যা রবিবার হয়েছে। রেড বুল রেসিংয়ের  গ্র্যাঁপ্রি জিতেছে এবং ডাবল বিশ্ব চ্যাম্পিয়ন এবং তাঁর রেড বুল দলের জন্য একটি স্মরণীয় বছর৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আপনি কে? রণবীর সিংকে এই প্রশ্ন, ভাইরাল হল ভিডিও
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement