গাড়ির সামনে ফ্যানেদের ভিড়, গাড়ির মাথায় উঠে যা করলেন রণবীর সিং !

Last Updated:

বলিউডে যদি বিন্দাস নায়ক বলে কেউ থাকেন, তো তিনি হলেন রণবীর সিং৷

#মুম্বই: বলিউডে যদি বিন্দাস নায়ক বলে কেউ থাকেন, তো তিনি হলেন রণবীর সিং৷ তাঁর পোশাক থেকে শুরু করে আদব-কায়দা সবতেই রণবীর সিং প্রমাণ করে তাঁর বিন্দাসপনা ৷ তবে এবারটি রণবীর সিং যা করলেন তা দেখে সবাই হতবাক ৷ কিন্তু নেটিজেনরা বলছেন, এ সব রণবীরের দ্বারাই সম্ভব ৷
তা কী করলেন এবার রণবীর ?
গপ্পোটা হল, বুধবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দারুণভাবে ভাইরাল ৷ যেখানে দেখা যাচ্ছে, রণবীর সিং একটি গাড়ির মাথার ওপর দাঁড়িয়ে, হাতজোড় করে তাঁর ফ্যানদের সঙ্গে কথা বলছেন ৷ রণবীরের গাড়ি সামনে তুমুল ভিড় ৷
advertisement
কাণ্ডটা হল, রণবীর সিংয়ের গাড়ি দেখে উৎসুক ব্যক্তিরা ভিড় করে ৷ আর রণবীর চট করে গাড়ি থেকে নেমে সোজা উঠে যান গাড়ির মাথায় ৷ প্রথমে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, পরে অবশ্য করোনা থেকে সচেতন থাকার জন্য কী কী করতে হবে, তা নিয়ে ভক্তদের নানারকম কথা বলে ৷
advertisement
View this post on Instagram

#RanveerSingh snapped post his shoot. Climbs up on his car so he can address his fans well. 📽 Rachana Shah

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

advertisement
ড্রাগস কাণ্ডে স্ত্রী দীপিকা পাড়ুকোন যুক্ত হওয়ার পর পরই রণবীর কিছুটা হলেও টেনশনে ছিলেন ৷ তবে এই সময়টা স্ত্রী দীপিকার সঙ্গে কিন্তু তিনি একটি বারের জন্যও ছাড়েননি ৷ বহুবার তাঁকে দীপিকার পাশে দেখা গিয়েছে ৷
অন্যদিকে রণবীর এখন অধীর আগ্রহে রয়েছেন তাঁর নতুন ছবি ‘৮৩’ মুক্তি নিয়ে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
গাড়ির সামনে ফ্যানেদের ভিড়, গাড়ির মাথায় উঠে যা করলেন রণবীর সিং !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement