#মুম্বই: বলিউডে যদি বিন্দাস নায়ক বলে কেউ থাকেন, তো তিনি হলেন রণবীর সিং৷ তাঁর পোশাক থেকে শুরু করে আদব-কায়দা সবতেই রণবীর সিং প্রমাণ করে তাঁর বিন্দাসপনা ৷ তবে এবারটি রণবীর সিং যা করলেন তা দেখে সবাই হতবাক ৷ কিন্তু নেটিজেনরা বলছেন, এ সব রণবীরের দ্বারাই সম্ভব ৷
তা কী করলেন এবার রণবীর ?
গপ্পোটা হল, বুধবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দারুণভাবে ভাইরাল ৷ যেখানে দেখা যাচ্ছে, রণবীর সিং একটি গাড়ির মাথার ওপর দাঁড়িয়ে, হাতজোড় করে তাঁর ফ্যানদের সঙ্গে কথা বলছেন ৷ রণবীরের গাড়ি সামনে তুমুল ভিড় ৷
কাণ্ডটা হল, রণবীর সিংয়ের গাড়ি দেখে উৎসুক ব্যক্তিরা ভিড় করে ৷ আর রণবীর চট করে গাড়ি থেকে নেমে সোজা উঠে যান গাড়ির মাথায় ৷ প্রথমে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, পরে অবশ্য করোনা থেকে সচেতন থাকার জন্য কী কী করতে হবে, তা নিয়ে ভক্তদের নানারকম কথা বলে ৷
View this post on Instagram
ড্রাগস কাণ্ডে স্ত্রী দীপিকা পাড়ুকোন যুক্ত হওয়ার পর পরই রণবীর কিছুটা হলেও টেনশনে ছিলেন ৷ তবে এই সময়টা স্ত্রী দীপিকার সঙ্গে কিন্তু তিনি একটি বারের জন্যও ছাড়েননি ৷ বহুবার তাঁকে দীপিকার পাশে দেখা গিয়েছে ৷
অন্যদিকে রণবীর এখন অধীর আগ্রহে রয়েছেন তাঁর নতুন ছবি ‘৮৩’ মুক্তি নিয়ে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ranbir Singh, Video