#কলকাতা: ৩১ জুনের পর ৩ জুন। কেকে-মৃত্যুর পর মাঝে তিন দিন। আবার আলো জ্বলে উঠল সেই মঞ্চে, যেখানে শেষ গান গেয়েছেন কৃষ্ণকুমার কুন্নত। আজ সেখানেই গান গাইতে উঠল 'দ্য অনুপম রায় ব্যান্ড'। কেমন ব্যবস্থাপনায় অনুষ্ঠান চলছে আজ?
৩১ জুনের মতো ভিড় বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, তার জন্য বিবিধ ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুপম রায়ের ব্যান্ডের আগে গান গাইতে উঠেছিল অন্য একটি ব্যান্ড, 'ট্র্যাপ'। তাঁরা থাকাকালীন ১২৮০টি আসনের মধ্যে ভর্তি মাত্র ৮০০টি আসন ভর্তি হয়েছিল। মোট ১৫০০টি আসন ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই ভিড় একদমই হয়নি নজরুল মঞ্চে। তা ছাড়া কুল লাইট ব্যবহার করা হয়েছে। এসি-র পাশাপাশি একাধিক এয়ার কুলার এবং ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে যাতে গরমে কেউ কষ্ট না পান।
আরও পড়ুন: কেকের পরিবারের কাছে নিঃশর্ত দুঃখপ্রকাশ! অশ্রুবিহ্বল চোখে রূপঙ্করের সাংবাদিক সম্মেলন
আরও পড়ুন: ব্যাগ চেকিং, চিকিৎসক, অ্যাম্বুল্যান্স, নজরুল মঞ্চে অনুপমের অনুষ্ঠানে কী কী থাকছে
ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা জানিয়েছে, বেসরকারি কলেজের এই ফেস্ট চলবে রাত ৯টা পর্যন্ত। অনুষ্ঠান শুরু হয়েছে ৫টা থেকে। সাড়ে ৭টার পরে মঞ্চে উঠেছেন অনুপম।
ইভেন্ট ম্যানেজমেন্ট টিম থেকে জানানো হয়েছে, যদি কোনও ভাবে মঞ্চ গরম হয়ে যায়, তা হলে বন্ধ করে দেওয়া হবে অনুষ্ঠান। মঞ্চের পাশে বা সামনে দর্শকদের দাঁড়াতে দেওয়া হচ্ছে না। কথা মতো বাইরে অ্যাম্বুল্যান্স দাঁড়িয়ে রয়েছে। সঙ্গে ভেন্টিলেশন এবং চিকিৎসক। আগের থেকে অনেক বদলে গিয়েছে মঞ্চের পরিস্থিতি, সে কথা স্পষ্ট।
অনুপম আজ তাঁর ব্যান্ডের সঙ্গে অনুষ্ঠান করতে উঠেছেন। কেকে সে দিন শেষ গান হিসেবে 'পল' গানটি গেয়েছিলেন, জানা গিয়েছে, অনুপম প্রয়াত গায়ককে শ্রদ্ধা জানানোর জন্য সেই গানটি গাইবেন। আর তাঁর প্রথম গান হবে 'আমি আজকাল ভাল আছি তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anupam Roy, Singer KK death