corona virus btn
corona virus btn
Loading

হাতে চুড়া,মাথায় ভর্তি সিঁদুর, বউ নাচছে মনের আনন্দে, কিন্তু পিছনে কে দাঁড়িয়ে, দেখুন ভাইরাল TikTok Video

হাতে চুড়া,মাথায় ভর্তি সিঁদুর, বউ নাচছে মনের আনন্দে, কিন্তু পিছনে কে দাঁড়িয়ে, দেখুন ভাইরাল TikTok Video
Photo Courtesy- TikTok Video Grab

সোশ্যাল মিডিয়ার হিরো- হিরোইন সকলেই আপনার আমার মতো, দেখুন তো চেনেন কি এঁদের

  • Share this:

#নয়াদিল্লি: টিকটিক ভিডিও ইদানিং দারুণ জনপ্রিয় ৷ আসলে এই প্ল্যাটফর্মেই আপনি-আমি সকলেই তারকা হয়ে উঠতে পারি এমনটা মনে হয় ৷ তারকারা Tik Tok Video তো করেনই, আবার সাধারণ মানুষ এখন বিন্দাস এই ভিডিও করে চলেছেন ৷ আর তার থেকে যেমন তারা ফ্যান -ফলোয়ার বানিয়ে নিতে পারছেন , ঠিক তেমনিই প্রচুর ভিউ ও হচ্ছে ভিডিওর ৷

এরকমই একজন শাহরুখ খান ১৩২১ ৷ যিনি শুধু  এই টিকটক ভিডিও করেই ৪০ হাজার ফ্যান ফলোয়ার তৈরি করে ফেলেছেন ৷ উত্তরপ্রদেশের বুলন্দ শহরের ২৩ বছরের এই যুবক এখন টিকটক সেনশ্যেসন ৷

Photo- TikTok Video Grab Photo- TikTok Video Grab

এদিকে এর যেমন প্রচুর ফ্যান ফলোয়ার তেমন এই পাঞ্জাবি বৌদির টিকটকে মজেছেন দর্শক ৷ হাতে চুড়াম মাথা ভর্তি সিঁদুর পরে এই ভিডিও তৈরিতে ব্যস্ত তিনি ৷ তু  কঞ্জুস হ্যায়, পুরা মখ্খি চুস হ্যায়  গানের সুরে নাচছেন তিনি ৷ ভিডিওটা বাড়তি মাত্রা দিয়েছে দরজার পিছন থেকে এক বয়স্কা মহিলা বউয়ের এই নাচ দেখছেন ৷Mr & mrs choudhary এই নামে সোশ্যাল হ্যান্ডেল অ্যাকাউন্ট এই মহিলার ৷ তাঁর ৫ মিলিয়ন ফ্যান রয়েছেন ৷

দেখে নিন সেই ভাইরাল ভিডিও

  আরও দেখুন
First published: September 5, 2019, 2:25 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर