Bollywood: জন্মসূত্রে আফগানি, তীক্ষ্ণ কটূক্তির শিকার বলিউডের এই নায়িকা

Last Updated:

মুম্বই : বলিউড অভিনেত্রী ওয়ারিনা হুসেইনের (Warina Hussain) সারল্য ও সৌন্দর্য ইতিমধ্যেই মন জয় করেছে বিজ্ঞাপনী দুনিয়া ৷ কিন্তু সেই নায়িকাই এ বার ট্রোলড ৷

মুম্বই : বলিউড অভিনেত্রী ওয়ারিনা হুসেইনের (Warina Hussain) সারল্য ও সৌন্দর্য ইতিমধ্যেই মন জয় করেছে বিজ্ঞাপনী দুনিয়া ৷ কিন্তু সেই নায়িকাই এ বার ট্রোলড ৷ কারণ তিনি মায়ের দিক থেকে জন্মসূত্রে আফগানি ৷ তাঁর বাবা ইরাকের, মা আফগান বংশোদ্ভূত ৷ সলমন খানের হাত ধরেই বলিউডে আগমন তাঁর ৷ ২০১৮ সালের ছবি ‘লভযাত্রী’ তে তিনি অভিনয় করেছিলেন সলমনের ভগ্নীপতি আয়ুষ শর্মার বিপরীতে ৷ সৌন্দর্যের জন্য আলোচিত হলেও নায়িকা হিসেবে তাঁর কেরিয়ার বেশিদূর এগোয়নি ৷ আফগানিস্তানে সাম্প্রতিক তালিবানি দৌরাত্ম্যের জন্য সামাজিক মাধ্যমে ট্রোলড এই তরুণী ৷
বলিউডে পা রাখার পর থেকেই তাঁকে শুনতে হচ্ছে তিনি নাকি ‘জঙ্গিদের দেশের মেয়ে’ ৷ এই সব মন্তব্য তাঁকে পীড়িত করে ৷ অথচ আফগানিস্তানের অতীতের ছবি কীরকম ছিল, সে কথা মা-দিদিমার কাছ থেকে শুনেছেন তিনি ৷ জানিয়েছেন আফগানিস্তানের মানুষ বলিউডের ছবি দেখতে খুবই ভালবাসেন ৷ তাঁরা হিন্দি ছবির গুণমুগ্ধ ৷
বলিউডে পা রাখার আগে ওয়ারিনা নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে পড়াশোনা করেছেন ৷ বেশ কিছু দিন মডেলিং করেছেন ৷ অভিনয় করেছেন বিজ্ঞাপনে ৷
advertisement
advertisement
শোনা যায় সলমন খান প্রথমে ‘লভযাত্রী’-র জন্য অসংখ্য মেয়েকে নিয়ে অডিশন করেছিলেন ৷ অবশেষে চূড়ান্ত করেছিলেন ওয়ারিনাকেই ৷ সব রকমের পোশাকেই ওয়ারিনা গ্ল্যামারাস ৷ সামাজিক মাধ্যমে নিজের প্রচুর ছবি শেয়ার করেন তিনি ৷ তবে তিনি সামাজিক মাধ্যমে এসেছেন বেশ দেরিতেই ৷ দীর্ঘ দিন নিজেকে সরিয়ে রেখেছিলেন সামাজিক মাধ্যম থেকে ৷
advertisement
এর পর ওয়ারিনাকে দেখা যাবে ‘দ্য ইনকমপ্লিট ম্যান’ ছবিতে ৷ এ ছাড়াও তিনি অভিনয় করবেন একটি দক্ষিণী ছবিকে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood: জন্মসূত্রে আফগানি, তীক্ষ্ণ কটূক্তির শিকার বলিউডের এই নায়িকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement