স্ত্রীর সঙ্গে সঙ্গমে আনন্দ পাই, কিন্তু... বিবেক অগ্নিহোত্রীর মন্তব্য নিয়ে শোরগোল

Last Updated:

বিবেকের কথায়, ''কে কার সঙ্গে সঙ্গমে লিপ্ত হচ্ছে, কে কাকে ঠকাচ্ছে, তা জানার দরকার নেই। আধ্যাত্মিক মানুষ আমি।''

#মুম্বই: বলিউডের মূলস্রোত নিয়ে বারবার নিন্দায় মুখর হয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এ বার তাঁর নিশানায় করণ জোহরের চ্যাট শো 'কফি উইথ করণ'। সম্প্রতি এক সাক্ষাৎকারে 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালক জানালেন, তিনি এই চ্যাট শো-তে যেতে চান না। এমনকি তাঁর মতে, 'কফি উইথ করণ' একটি জঘন্য শো।
করণের এই বিতর্কিত শো বলিতারকাদের গসিপের ভাণ্ডার বলা হয়৷ প্রেম, পিরীতি, যৌনতা, বিবাদ, ইত্যাদির প্রসঙ্গ বারবার উঠে আসে এই শো-তে।
advertisement
বিবেককে প্রশ্ন করা হয়, তাঁকে আমন্ত্রণ করা হলে, তিনি উপস্থিত হবেন? বিবেক বললেন, "এই মুহূর্তে এই শো-এর যা পরিস্থিতি, সেরকম চললে অবশ্যই যাব না। আমি আমার স্ত্রীর সঙ্গে সঙ্গম করে আনন্দ পাই ঠিকই, কিন্তু আমার জীবনে কাম, সঙ্গম, যৌনতাই সব নয়। আমি কী নিয়ে কথা বলব? মধ্যবয়সি একটা লোক আমি, যার দুই সন্তান রয়েছে। আর ওই সোফায় বসে কথা বলাটা খুব কৃত্রিম, সাজানো মনে হয়। কে কার সঙ্গে সঙ্গমে লিপ্ত হচ্ছে, কে কাকে ঠকাচ্ছে, তা জানার দরকার নেই। আধ্যাত্মিক মানুষ আমি।''
advertisement
এর আগে এক বার তাপসী পান্নুকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কেন করণের শো-তে যাননি এখনও পর্যন্ত? তিনি উত্তর দিয়েছিলেন, ''আমার যৌনজীবন অন্যদের মতো অত ইন্টারেস্টিং নয় বলেই বোধহয় করণ জোহরের শো-এর আমন্ত্রণ পাই না।''
বাংলা খবর/ খবর/বিনোদন/
স্ত্রীর সঙ্গে সঙ্গমে আনন্দ পাই, কিন্তু... বিবেক অগ্নিহোত্রীর মন্তব্য নিয়ে শোরগোল
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement