Gulzar: ‘চাড্ডি নয় লুঙ্গি লিখুন!’ জঙ্গল বুক-এ বদলাতে বলা হয়েছিল গুলজারের গানের শব্দ, জানুন পুরো গল্প

Last Updated:

এখানেই শেষ নয়, ডিডি-র তরফে প্রস্তাব দেওয়া হয়, চাড্ডি-টাকে প্যান্ট কিংবা লুঙ্গি করে দিতে হবে। কিন্তু গুলজার সাব বলেন, ‘গন্দগি তুমহারে দিমাগ মে হ্যায়, অওর কোই প্রবলেম নেহি হ্যায়’ (তোমাদের মানসিকতাই নোংরা, এছাড়া আর কোনও সমস্যা নেই)।”

মুম্বই: ‘জঙ্গল বুক’-এর টাইটেল ট্র্যাকে ‘চাড্ডি’ শব্দটি নিয়ে আপত্তি জানিয়েছিল টেলিভিশন চ্যানেল দূরদর্শন। এমনটাই জানালেন পরিচালক বিশাল ভরদ্বাজ। একটি নয়া সাক্ষাৎকার দিতে গিয়ে বিশাল ভরদ্বাজ ফের শিশুদের কিংবদন্তি অ্যানিমেটেড শো ‘জঙ্গল বুক’ দেখেছেন। তখনই তিনি স্মৃতিচারণ করে জানালেন যে, ওই গানটিতে থাকা ‘চাড্ডি’ শব্দটি বদলানোর জন্য গুলজারের কাছে আর্জি জানিয়েছিল দূরদর্শন। কিন্তু গীতিকার তাতে রাজি হননি।
প্রসঙ্গত, ‘জঙ্গল বুক’-এর টাইটেল ট্র্যাকটি লিখেছেন গুলজার। আর তা কম্পোজ করেছেন বিশাল ভরদ্বাজ। প্রতি রবিবার ডিডি- চ্যানেলে নতুন পর্ব সম্প্রচার করা হত। আর এই শোয়ের টাইটেল ট্র্যাক শিশুদের মধ্যে দুর্দান্ত জনপ্রিয়তা অর্জন করেছিল। এমনকি, আজও সেই গান মানুষের মুখে মুখে ফেরে।
আরও পড়ুন: শান্তিনিকেতন থেকে বিদায় নিলেন বিদ্যুৎ চক্রবর্তী, ‘আনন্দে’ মিষ্টিমুখ বিশ্বভারতীর সামনে
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বিশাল বলেন যে, ওই সঙ্গীত রচনা করার জন্য গুলজারের কাছে প্রস্তাব নিয়ে এসেছিলেন চ্যানেল কর্তৃপক্ষ। আর গুলজারই এসেছিলেন তাঁর কাছে সেই গানে সুরারোপ করার জন্য। পরিচালকের কথায়, “গুলজার সাব আমাকে পরের দিন ফোন করেন। রবিবারের মধ্যেই বিষয়টা করে নিয়ে সোমবার রেকর্ড করার কথা ছিল। আর মঙ্গলবারের মধ্যেই সেটা ডিডি-র হাতে তুলে দেওয়া হত। কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় ডিডি-র তরফে একটা ফিডব্যাক আসে। তারা জানায়, ‘গুলজার সাব, চাড্ডি ঠিক লগ রাহা হ্যায় কেয়া’ (গুলজার সাব, অন্তর্বাস বা চাড্ডি কথাটা কি ঠিক লাগছে?)?
advertisement
advertisement
এখানেই শেষ নয়, ডিডি-র তরফে প্রস্তাব দেওয়া হয়, চাড্ডি-টাকে প্যান্ট কিংবা লুঙ্গি করে দিতে হবে। কিন্তু গুলজার সাব বলেন, ‘গন্দগি তুমহারে দিমাগ মে হ্যায়, অওর কোই প্রবলেম নেহি হ্যায়’ (তোমাদের মানসিকতাই নোংরা, এছাড়া আর কোনও সমস্যা নেই)।”
আরও পড়ুন:কালো টাকা সাদা করতে মুড়ি-মুড়কির মতো খোলা হয়েছিল শেল কোম্পানি! ইডি-র নজরে আরও চার
চিত্র পরিচালক তথা কম্পোজার বিশাল ভরদ্বাজ আরও বলেন, গুলজার বিশ্বাস করতেন মোগলি এমন একটা শিশু, যে ফুলের মতো প্রস্ফুটিত হয়েছে। তিনি বলেছিলেন, “উয়ো চাড্ডি পেহেন কে হ্যায় অওর ফুল কি তারাহ লাগতা হ্যায় (ও অন্তর্বাস পরে থাকে, আর ওকে ফুলের মতো দেখায়)।”
advertisement
শুধু তা-ই নয়, গুলজার সংশ্লিষ্ট চ্যানেলের কাছে একটি প্রস্তাবও রেখে জানিয়েছিলেন যে, গানটা নিতে হলে ওই শব্দটা-সহই নিতে হবে। আর নাহলে গানটা নেওয়া যাবে না। বলাই বাহুল্য, গুলজারের এই প্রস্তাবে রাজি হন চ্যানেল কর্তৃপক্ষ। আর বাকিটা তো ইতিহাস, যা সকলেরই জানা!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Gulzar: ‘চাড্ডি নয় লুঙ্গি লিখুন!’ জঙ্গল বুক-এ বদলাতে বলা হয়েছিল গুলজারের গানের শব্দ, জানুন পুরো গল্প
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement