Viral Video: টালিগঞ্জের নামী পরিচালক বাধ্য হয়ে অভিনেত্রী স্ত্রীকে নিয়ে ফুটপাতে খাবার বিক্রি করছেন! ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: অন্ন সংস্থানের জন্য বাধ্য হয়ে খাবারের স্টল দিয়েছেন। তাঁদের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

কালীঘাট মেট্রো স্টেশনের গেটে তপন থিয়েটারের কাছে অস্থায়ী দোকান সস্ত্রীক অয়নের (ছবি-সোশ্যাল মিডিয়া)
কালীঘাট মেট্রো স্টেশনের গেটে তপন থিয়েটারের কাছে অস্থায়ী দোকান সস্ত্রীক অয়নের (ছবি-সোশ্যাল মিডিয়া)
কলকাতা: লাইট, সাউন্ড, ক্যামেরার দুনিয়া থেকে সোজা মাংসের ঘুগনি, চিকেন পকোড়ার জগতে। এসে পড়েছেন পরিচালক অয়ন সেনগুপ্ত এবং তাঁর অভিনেত্রী স্ত্রী। গত দু’ বছরের বেশি সময় ধরে তাঁর হাতে কাজ নেই। তাই অন্ন সংস্থানের জন্য বাধ্য হয়ে খাবারের স্টল দিয়েছেন। তাঁদের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
কালীঘাট মেট্রো স্টেশনের গেটে তপন থিয়েটারের কাছে অস্থায়ী দোকান সস্ত্রীক অয়নের। বিক্রি করছেন মাটন কিমা ঘুগনি। তাতে আছে মাংসের কিমা, মাটন চর্বি, আলু এবং নারকেল। এছাড়াও তাঁদের দোকানে আছে চিকেন পকোড়া, ভেজিটেবল চপ এবং লোটে ফ্রাই। রাস্তায় দাঁড়িয়ে মুখরোচক এই খাবারগুলি বিক্রি করছেন অয়ন সেনগুপ্ত এবং তাঁর স্ত্রী। ক্রেতারা মুগ্ধ খাবারের স্বাদে।
advertisement
advertisement
অয়ন জানালেন তাঁর স্ত্রী বর্তমানে অভিনয় করছেন ‘গীতা এল এল বি’ ধারাবাহিকে। কিন্তু গত ২ বছর ৩ মাস তাঁর নিজের হাতে কোনও কাজ নেই। তার আগে তিনি পরিচালনা করেছেন, ‘কী করে বলব তোমায়’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘কে আপন কে পর’, ‘দীপ জ্বেলে যাই’, ‘ভানুমতীর খেল’, ‘সন্ধ্যাতারা’, ‘জয়ী’-এর মতো অনেক জনপ্রিয় ধারাবাহিক। একমাত্র সন্তানের কথা ভেবে বাধ্য হয়েছেন পথে খাবারের দোকান শুরু করতে।
advertisement
কালীঘাট মেট্রো স্টেশনের গেটে তপন থিয়েটারের কাছে অস্থায়ী দোকান সস্ত্রীক অয়নের (ছবি-সোশ্যাল মিডিয়া)
কালীঘাট মেট্রো স্টেশনের গেটে তপন থিয়েটারের কাছে অস্থায়ী দোকান সস্ত্রীক অয়নের (ছবি-সোশ্যাল মিডিয়া)
আরও পড়ুন : জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার! ৩২ বছর বয়সে রহস্যমৃত্যু সিনেমা, টেলিভিশনের নামী তারকার
কোনও কাজই ছোট নয়-এই মানসিকতাকে অবলম্বন করে ফুটপাতে দাঁড়িয়ে খাবার বিক্রি করছেন পরিচালক অয়ন। সোমবার বাদে সপ্তাহের বাকি দিনগুলি খোলা তাঁর দোকান। বাংলা ধারাবাহিকের দর্শকরা তাঁকে এই ভূমিকায় দেখে ব্যথিত। তাঁদের আশা শীঘ্র পরিচালনার কাজে ফিরবেন অয়ন।
advertisement
( ছবি এবং ভিডিও সৌজন্য : পায়েলের রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল পেজ)
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: টালিগঞ্জের নামী পরিচালক বাধ্য হয়ে অভিনেত্রী স্ত্রীকে নিয়ে ফুটপাতে খাবার বিক্রি করছেন! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement