Janhvi Kapoor Viral Video: নাচের জাদুতে মুগ্ধ ভক্তরা, জাহ্নবীর এই ভিডিও মিস করলে বড় লোকসান!

Last Updated:

ফুল প্রিন্টের আনারকলি স্যুট পরে নাচ করেছেন 'ইন আঁখো কি মস্তি সে' গানে। (Janhvi Kapoor Viral Video)

Janhvi Kapoor Viral Video
Janhvi Kapoor Viral Video
#মুম্বই: সোশ্যাল মিডিয়াকে কী ভাবে নিজের হাতে রাখতে হয় তা শেখা উচিত জাহ্নবী কাপুরের কাছ থেকে। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিও শেয়ার করেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর। সম্প্রতি আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে একটি নাচের ভিডিও শেয়ার করেছেন জাহ্নবী। রেখার জনপ্রিয় গানে নেচে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন জাহ্নবী। ফুল প্রিন্টের আনারকলি স্যুট পরে নাচ করেছেন 'ইন আঁখো কি মস্তি সে' গানে। (Janhvi Kapoor Viral Video)
ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করেছেন জাহ্নবী কাপুর। রেখার আইকনিক নাচের স্টাইলেই ভক্তদের মন জয় করেছেন নায়িকা। মিনিমাল মেক-আপে, একেবারে হাল্কা ভাবে চুলটা বেঁধে নাচটি করেছেন জাহ্নবী। ক্যাপশনে লিখেছেন, 'আন্তর্জাতিক নৃত্য দিবসের শুভেচ্ছা। যদিও আমি ২ দিন দেরি করে ফেলেছি'। জাহ্নবীর নাচ দেখে সত্যিই মুগ্ধ দর্শক। কমেন্ট বক্সে ভালোবাসায় ভরি
আরও য়ে দিয়েছেন তাঁরা।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: মাত্র ৫০০ টাকায় নতুন নায়ক 'খুঁজে' পেলেন ফারাহ খান, জানেন কে সেই স্টারকিড?
মণীশ মালহোত্রা, অভিনেত্রী সান্যা মালহোত্রা ভিডিওতে কমেন্ট করেছেন। ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছেন তাঁরা। জাহ্নবীর প্রিয় বান্ধবী শানায়া কাপুরও তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। ভক্তদের কেউ আবার তাঁকে লিখেছেন অপূর্ব নাচের কথা, কেউ আবার নো মেক-আপ লুকে ভিডিও শেয়ারের কথা উল্লেখ করেছেন।
advertisement
কাজের দিক থেকে ২০২১-এ রাজকুমার রাওয়ের সঙ্গে 'রুহি' ছবিতে দেখা গিয়েছিল জাহ্নবী কাপুরকে। এই মুহূর্তে অনেকগুলি কাজ নিয়ে ব্যস্ত নায়িকা। বরুণ ধাওয়ানের সঙ্গে বাওয়াল ছবিতে দেখা যাবে জাহ্নবী কাপুরকে। এর পর রয়েছে গুড লাক জেরি ও মিলি মার্কড অন হার ক্যালেন্ডার ছবিতে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Janhvi Kapoor Viral Video: নাচের জাদুতে মুগ্ধ ভক্তরা, জাহ্নবীর এই ভিডিও মিস করলে বড় লোকসান!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement