Darsheel Safary: ছোট্ট দরশিলকে দেখলে এখন চিনতে পারবেন না, অভিনেতার পছন্দ কোন নায়িকাকে?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আমির খানের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। (Darsheel Safary)
#মুম্বই: আমির খানের সঙ্গে 'তারে জমিন পর' ছবিতে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন দরশিল সাফারি। ডিসলেক্সিয়া রোগে আক্রান্ত ঈশান আওয়াস্তির চরিত্রে অভিনয় করেছিলেন দরশিল। তার শিক্ষকের ভূমিকায় ছিলেন আমির। এই ছবির পর কয়েকটি হিন্দি ছবিতে ছোট চরিত্রে দেখা গেলেও দীর্ঘদিন ছবির দুনিয়াতে নেই দরশিল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আমির খানের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। (Darsheel Safary)
আরও পড়ুন: সকালে দীর্ঘ সময় খালি পেট! সে কারণেই আজকাল সব ভুলে যাচ্ছেন না তো? জানুন
সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দরশিলের বাবার সঙ্গে আমিরের নিয়মিত কথা হয়। তবে তিনি কোনও বলিউড ক্যাম্পের হয়ে কাজ পেতে চান না। জীবনে এগিয়ে যেতে কোনও সহজ পথ নিতে নারাজ দরশিল। প্রত্যেকের নিজস্ব পথ রয়েছে, সেই পথেই এগিয়ে যেতে চান তিনি। তবে কি বলিউডের স্টারকিডদের নিশানা করলেন তিনি। সে উত্তর অবশ্য জানা যায়নি।
advertisement
advertisement
advertisement
সাক্ষাৎকারে দরশিল আরও বলেছেন, 'আমি সারা আলি খান, জাহ্নবী কাপুরের সঙ্গে কাজ করতে চাই। কে চায় না। ইন্ডাস্ট্রিতে সারা ও জাহ্নবী এখন প্রতিষ্ঠিত নাম। আমি বিশ্বাস করি, প্রত্যেকের সময় আসে। হয়তো কয়েক বছরের মধ্যে আমিও সুযোগ পাব।' ২০১০ সালে বম বম বোলে, ২০১১ সালে জোক্কোমন, ২০১২ সালে মিডনাইটস চিলড্রেন ছবিতে কাজ করেছেন দরশিল। শোনা যাচ্ছে, পলক তিওয়ারির সঙ্গে খুব শীঘ্রই বড় পর্দায় দেখা যাবে তাঁকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 01, 2022 10:24 PM IST