Manike Mage Hithe American Version: আসল 'মানিকে মাগে হিতে'-র চেয়েও নাকি বেশি সুন্দর এই মার্কিনি ভার্সন, শুনেছেন?

Last Updated:

ইংরেজি শব্দের মেলবন্ধনে গানটির একটি নতুন রূপ দিয়েছেন তিনি (Manike Mage Hithe American Version)।

ইয়োহানির 'মানিকে মাগে হিতে'-র চেয়েও নাকি বেশি সুন্দর এই মার্কিনি ভার্সন, শুনেছেন?
ইয়োহানির 'মানিকে মাগে হিতে'-র চেয়েও নাকি বেশি সুন্দর এই মার্কিনি ভার্সন, শুনেছেন?
#কলকাতা: বিগত কয়েক মাস ধরেই সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং একটি গান। কোনও বাংলা গান নয়। বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজি, স্প্যানিশ কোনওটাই নয়। আসমুদ্রহিমাচল মেতে উঠেছে শ্রীলংকার সিংহলি ভাষার মিষ্টি একটি গানের সুরে। ২৮ বছর বয়সি গায়িকা ইয়োহানি ডি' সিলভার (Yohani De Silva) 'মানিকে মাগে হিথে' (Manike Mange Hithe) এই গানটি এখনও পর্যন্ত শোনেননি, এমন নেটিজেন খুঁজে পাওয়া দুষ্কর। গানটি সারা বিশ্বে এমন তুমুল সাড়া ফেলেছে, এবং গায়িকা ইয়োহানি এখন তারকা।
এবার সেই গানেরই মার্কিনি ভার্সন নেটিজেনের মন জয় করেছে। মার্কিন গায়ক এরিক হেনরি হেইনরিচস নিজের মতো করে মানিকে মাগে হিতে গানটিকে গেয়েছেন (Manike Mage Hithe American Version)। ইংরেজি শব্দের মেলবন্ধনে গানটির একটি নতুন রূপ দিয়েছেন তিনি (Manike Mage Hithe American Version)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই সেটি ভাইরাল হয়েছে। অনেকেই আসল গানের চেয়েও এই গানটি বেশি শ্রুতিমধুর বলে দাবি করেছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: এবার হিন্দি গান গেয়ে ফের ভাইরাল 'মানিকে মাগে হিতে' গায়িকা ইয়োহানি, শুনেছেন?
এরিক আমেরিকার নাগরিক হলেও, থাকেন শ্রীলঙ্কায়। সেখানকারই বিভিন্ন সুন্দর জায়গায় ঘুরে গানের ভিডিওটি তৈরি করেছেন তিনি (Manike Mage Hithe American Version)। নিজের দেওয়া ট্যুইস্টে গানটির একটি অনবদ্য সুন্দর ভার্সান তৈরি হয়েছে। সমুদ্রের ধারে ও রেললাইনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ভিডিওর শ্যুট করে তাতে র‍্যাপেরও ছোঁওয়া দিয়েছেন এরিক। গানটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এরিক লিখেছেন, 'আসল গান গেয়েছেন সতীশান রথনায়কা ও ইয়োহানি। আশা করি তোমাদের এই কভারটি ভালো লাগবে।'
advertisement
ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ট্যুইটার, যেটাই খুলুন না কেন, এই গানটিই শুনতে পাবেন। চোখের সামনে ভেসে উঠবে ছোট ছোট করে ছাঁটা রঙিন চুলের এক কন্যের মুখ। মিষ্টি মেয়ের গলার মিষ্টি সুর এবং ততোধিক মিষ্টি মুখের হাসি দেখলেই যেন নেটিজেনের মন ভরে ওঠে। কাজেই ভাষা দুর্বোধ্য হলেও এই গান একেবারে শ্রোতার অন্তরে গিয়ে ছুঁয়েছে। সেই গানই বিভিন্ন সময় বিভিন্ন শিল্পী গেয়েছেন, সেটিতে নেচে ভিডিও শেয়ার করেছেন। এবার সাড়া ফেলেছে এরিকের মার্কিনি মানিকে মাগে হিতে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Manike Mage Hithe American Version: আসল 'মানিকে মাগে হিতে'-র চেয়েও নাকি বেশি সুন্দর এই মার্কিনি ভার্সন, শুনেছেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement