Viral Video | Nikhil-Ushasi: নিখিল জৈনর শাড়িতে সাজলেন ঊষসী! নুসরত অতীত! প্রেমের গুঞ্জন টলিউডে! ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video | Nikhil-Ushasi: চলছে প্রেমের গুঞ্জন। নুসরতের পর ফের এক টলি নায়িকার প্রেমে নিখিল। সামনে এল ভিডিও

#কলকাতা: নুসরত অনেক দিন আগেই অতীত হয়েছেন নিখিলের জীবনে। তাঁদের বিয়ে , বিচ্ছেদ সব কিছুই ছিল চূড়ান্ত নাটকীয়। এর পর থেকে বার বার নিখিল জৈনের সঙ্গে অন্য নায়িকাদের নাম জড়িয়েছে। কেউ ইনস্টাতে নিখিলের পোস্টে কমেন্ট করেছেন, কিংবা নিখিল কমেন্ট করেছেন ওমনি শুরু প্রেমের গুঞ্জন। কয়েকদিন ধরেই টলি পাড়ায় গুঞ্জন অভিনেত্রী উষসী রায়ের সঙ্গে নাকি প্রেম করছেন নিখিল।
তবে এ কথার সত্যতা যাচাই করার আগেই সামনে এল নিখিলের সঙ্গে ঊষসীর ভিডিও। না, রোমান্টিক ভিডিও নয়। কাজের ভিডিও। নিখিলের বিপণি সংস্থার হয়ে কাজ করতে দেখা গেল ঊষসীকে। নিখিলের শপের শাড়ি পরে দুর্গা পুজোর প্রচার করলেন ঊষসী। দু'জনকে হাসি মুখে কথা বলতেও দেখা গেল। তবে কী সত্যিই প্রেম করছেন তাঁরা!
advertisement
তবে ঊষসীর তরফে জানানো হয়েছে, "তাঁদের নিয়ে কেন এই গুঞ্জন হচ্ছে, তা তিনি জানেন না। তাঁরা শুধু মাত্র এক সঙ্গে কাজ করছেন।" এমনকি ঊষসী জানান এই গুঞ্জনের কথা ভেবে কাজটা না করার কথাই ভাবছিলেন তিনি। কিন্তু নিখিলের সংস্থার তরফ থেকে বোঝানো হয়, এর জন্য কেন ভাল কাজ আটকে থাকবে। গুঞ্জন কিছু হলেই চলবে।
advertisement
advertisement
advertisement
শোনা গিয়েছিল তাঁরা নাকি এক সঙ্গে আন্দামান গিয়েছিলেন। সে ব্যপারে ঊষসী জানিয়েছেন, কাজের জন্য গিয়েছিলেন। সঙ্গে সহকর্মীরা ছিলেন। সব প্রেমের গুঞ্জনে জল ঢেলে দেন নায়িকা। তবে নিখিলের সংস্থার শাড়িতে দারুন মানিয়েছে ঊষসীকে। একেবারে অপরূপা। এই ভিডিও ইনস্টাতে শেয়ার করে, নতুন কাজ নিয়ে সকলকে জানান ঊষসী। আপাতত এই ভিডিও ভাইরাল।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video | Nikhil-Ushasi: নিখিল জৈনর শাড়িতে সাজলেন ঊষসী! নুসরত অতীত! প্রেমের গুঞ্জন টলিউডে! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement