Viral Video: শাহরুখ নন! আসলে এক যুবতী তিনি! ভিডিও না দেখলে বিশ্বাস করা মুশকিল
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral Video: একেবারে শাহরুখ খান। তবে তিনি কোনও পুরুষ নন। যুবতীর ভিডিও ভাইরাল
#নয়া দিল্লি: সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই শাহরুখ খান (Shah Rukh Khan) বা সলমন খানের (Salman Khan) মতো হুবহু এক দেখতে মানুষের সন্ধান পাওয়া যায়। কিছুদিন আগেই একদম শাহরুখের মতো দেখতে এক যুবক তুমুল ভাইরাল হন। তার আগে অমিতাভ বচ্চনের মতো দেখতে একজন ভাইরাল হন। সলমন খান, হৃতিক রোশন, রণবীর কাপুরের ডুপলিকেটদের মাঝে মধ্যেই দেখা যায়। তবে এবার এক যুবতীর ছবি সামনে এল। তাঁকেও একদম শাহরুখ খানের মতো দেখতে (Viral Video)।
যুবতীর ছবি বা ভিডিও (Viral Video) দেখে সকলে তাজ্জব। একেবারে শাহরুখ খানের মতো দেখতে তাঁকে? কিন্তু একজন মহিলাকে কী করে শাহরুখের মতো দেখতে হল? এই নিয়ে শোরোগোল শুরু হয়। কে বলবে দেখে যে ওই যুবতী শাহরুখ নন!
advertisement
advertisement
দিল্লিতে থাকেন ওই যুবতী (Viral Video)। নাম দীক্সিতা। তিনি একজন মেক আপ আর্টিস্ট। শাহরুখ খান তাঁর পছন্দের সেলেব। তাই মেক-আপ করে নিজের মুখটাকেই শাহরুখের মতো করে নিয়েছেন তিনি। যদিও তাঁকে শাহরুখের মতো সেখতে নয়। কিন্তু নিজের মুখমণ্ডলে শাহরুখের মুখ এঁকেছেন তিনি। যা দেখে তাজ্জব নেটিজেনরা। হুহু করে শেয়ার হচ্ছে এই ভিডিও। বহু মানুষের প্রশংসা কুড়িয়েছেন দীক্সিতা।
advertisement
তবে শুধু শাহরুখ নন (Viral Video)। মেক-আপের সাহায্যে যে কোনও সেলেবের মুখ তিনি আঁকতে পারেন। বদলে ফেলতে পারেন মুখ। আলিয়া ভাট থেকে শাহরুখ খান যেকোনও মুখের ছবি তিনি নিজের মুখে এঁকে ফেলতে পারেন। গোটা সোশ্যাল মিডিয়ায় এখন এই মহিলাকে নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে।
advertisement
ভিডিওটিতে (Viral Video) অনেকেই কমেন্ট করেছেন। একজন লিখেছেন, তিনিও শাহরুখের মতো নিজের মুখ বদলাতে চান। আবার কেউ লিখেছেন তিনি আলিয়া ভাট হতে চান। কেউ বলেছেন, যদি মুখটা একটু অমিতাভের মতো করে দেওয়া যেত। সকলকেই জবার দিয়েছেন ওই যুবতী। এই ভিডিও ভাইরাল হওয়ার পর একের পর কাজ এসেছে তাঁর হাতে। একাধারে অঙ্কন শিল্পী এবং মেক-আপ আর্টিস্ট দিল্লির এই যুবতী।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 30, 2021 5:37 PM IST