Viral Video: হাত নেড়ে একেবারে ঝগড়ুটি যেন! কী বলছেন অনুষ্কা শর্মা, ভাইরাল ভিডিও

Last Updated:

অনুষ্কা শর্মা রেগে আগুন হয়ে যান পাপারাৎজিদের ওপর

Viral Video: anushka sharma slams paps - Photo Courtesy- Instagram/Video Grab
Viral Video: anushka sharma slams paps - Photo Courtesy- Instagram/Video Grab
#মুম্বই: ভামিকার জন্মের পর থেকে অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি দুজনেই চেয়েছেন কোনও ভাবেই পাপারাৎজি যেন তাঁদের মেয়ের ছবি না তুলতে পারে৷  তাঁরা শুরুতেই জানিয়েছিলেন ভামিকা নিজে যখন স্থির করবে সে তার ছবি দিতে চায় তখনই তা সামনে আনা হবে তার আগে নয়৷ এর জন্য পাপারাৎজিদেরও তাঁরা একাধিকবার অনুরোধ করেছিলেন যেন তাঁরা ভামিকার ছবি না তোলেন৷ এত বার অনুরোধ করা সত্ত্বেও ‘ভবি ভোলার নয়’ এইরকম ভাবে প্রতিবারই বিভিন্ন চিত্র সাংবাদিক ভামিকার ছবি তোলার চেষ্টা চালিয়েই যান৷
সম্প্রতি এইরকম ঘটনা ঘটতে অনুষ্কা একেবারে নিজের মেজাজ হারান৷ বিমানবন্দরে বিরাট কোহলি, অনুষ্কা শর্মা সকলেই ছিলেন ,সেখানেই ফের পাপারাৎজি ভামিকা ছবি তোলার চেষ্টা করতে থাকে৷ তাতেই বেজায় রেগে যান অনুষ্কা শর্মা৷
advertisement
advertisement
অনুষ্কা শর্মা রেগে আগুন হয়ে যান পাপারাৎজিদের ওপর
এয়ারপোর্টে পাপারাৎজিদের ওপর মেজাজ হারানোর পর তিনি যেভাবে রেগে প্রতিবাদ করছিলেন সেই ভিডিও ভাইরাল হয়ে যায়৷ ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে প্যাপদের ওপর মেজাজ হারাচ্ছেন৷ পাশাপাশি তিনি হাত নেড়ে নেড়ে জিজ্ঞাসা করছেন কী করছে প্যাপ৷ এর উত্তরে পাপারাৎজি জানান ‘‘বেবি কা ফটো নেহি লে রহে হ্যায়৷’’
advertisement
দেখুন সেই ভাইরাল ভিডিও
View this post on Instagram

A post shared by Voompla (@voompla)

advertisement

অনুষ্কা ও বিরাট পাপারাৎজিদের ধন্যবাদ জানিয়েছেন
এই বছর এর আগে অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি ভারতীয় পাপারাৎজিদের ধন্যবাদ জানিয়েছিলেন তাতে তাঁরা বলেছিলেন ভামিকার সম্মানের জন্য যে তাঁরা তাঁদের মেয়ের ছবি বাজারে না আনার জন্য৷
আরও পড়ুন -
অনুষ্কা লিখেছিলেন, ‘‘আমরা গভীরভাবে ধন্যবাদ দিই ভারতীয় পাপারাৎজিদের এবং বেশিরভাগ সংবাদমাধ্যমকে ভামিকার ছবি বা ভিডিও প্রকাশ না করার জন্য৷ মা -বাবা হিসেবে আমাদের আবেদন ছিল এভাবে ছবি না দেওয়ার জন্য৷ আমাদের সন্তানের ব্যক্তিগত জীবনকে আলাদা করে রাখা তাঁকে সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরিয়ে রাখার জন্য জায়গা চাই, যাতে সে স্বাধীনভাবে জীবন কাটাতে পারে৷ ও যেহেতু বড় হয়েছে তাই ওর চলাফেরা আমরা আটকাতে পারি না৷ তাই আপনাদের সহয়তা আমাদের প্রয়োজন৷ আপনারা যে এটা থেকে দূরে থাকার অভ্যাস করেছেন তা ভাল৷ কোনও ক্লাব বা ফ্যানরাও কোনও ছবি দেয়নি৷ আপনাদের দিক থেকে খুবই পরিণত সিদ্ধান্ত৷’’
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: হাত নেড়ে একেবারে ঝগড়ুটি যেন! কী বলছেন অনুষ্কা শর্মা, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement