Smart Didi Nandini di: অসুস্থ স্মার্ট দিদি নন্দিনী! তার মধ্যেও বিতর্ক পিছু ছাড়ছে না, কটাক্ষ 'মহানায়ক সম্মান পাওয়া উচিত'

Last Updated:

ডালহৌসিতে তাঁর ভাতের হোটেলের বিশাল নাম ডাক। তবে শুধু হোটেল না তিনি সমান ভাবে জনপ্রিয়। নানা সময়ই স্মার্ট দিদি নন্দিনী থাকেন খবরে। আর এবার মাথা ফাটিয়ে আবার শিরোনামে নন্দনী।

আবারও চর্চায় অফিস পাড়ার স্মার্ট নন্দিনী দিদি। হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান অফিস পাড়ার নন্দনী। এখন এককথায় সকলে তাঁর হোটেলের নাম জানে। ডালহৌসিতে তাঁর ভাতের হোটেলের বিশাল নাম ডাক। তবে শুধু হোটেল না তিনি সমান ভাবে জনপ্রিয়। নানা সময়ই স্মার্ট দিদি নন্দিনী থাকেন খবরে। আর এবার মাথা ফাটিয়ে আবার শিরোনামে নন্দনী।
খাবারের ভাল মান বেশ ভাল, তার উপর ভদ্র, সুন্দরী, মিষ্টভাষী! তাই সব সময়ই তাঁর দোকানে লেগে থাকে ফুড ভ্লগারদের। তিনি দিদি নম্বর ১-এর মঞ্চে গিয়ে শুনিয়েছেন তার জীবন সংগ্রামের গিল্প। ডাক পেয়ে ছিলেন। পাশাপাশি জানিয়েছিলেন তার ভবিষৎ পরিকল্পনাও।
advertisement
advertisement
সদ্যই আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে এই নন্দিনীর। তাঁর এক অনুরাগী সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ভিডিওতে দেখা গিয়েছে তিনি খুবই অসুস্থ। পরনে একটা ছাই রঙের অফ শোল্ডার টপ। মাথায় চোট পেয়েছেন। চোখের পাশে করা একটা বড় ব্যান্ডেজ। এই অবস্থাতেই খাবার রেধে-বেড়ে পরিবেশন করছেন।
advertisement
হাঁড়ি থেকে বাটিতে পোলাও-মাংস। আবার কখন স্বস্নেহে ক্রেতাকে খাবার দিচ্ছেন। আর তার মধ্যেই ঘটে চরম বিপত্তি, আচমকাই ঘুরে যায় মাথা। কোনও মতে নিজেকে সামলে নিচ্ছেন নন্দিনী। পাশে বাকিরা তাঁকে সাহায্য করছেন। তাঁর এই ভিডিও দেখে তাঁর অনুরাগীদের মন খারাপ। তাঁরা বার বার জিঞগাসা করছেন কী হয়েছে তাঁর? কেমন আছেন?
advertisement
তবে অনেকে আবার ট্রোল করতেও ছাড়ছেন না। নানা জন নানা কথা লেখেন সেখানে একজন লেখেন ‘লাইফ তো এঁরাই কাটাচ্ছেন। আমরা তো আধার আর প্যান লিংক করাতে দুনিয়ায় এসেছি।’ আরেকজন লেখেন, ‘সায়ন্তিকা বা কোয়েল নয়, মহানায়ক সম্মান তো এঁর পাওয়া উচিত ছিল! কী নাটক জানে, বাবা রে!’ যদিও কেউ কেউ তাঁর সাহস এবং পরিশ্রমকেও কুর্নিশ জানিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Smart Didi Nandini di: অসুস্থ স্মার্ট দিদি নন্দিনী! তার মধ্যেও বিতর্ক পিছু ছাড়ছে না, কটাক্ষ 'মহানায়ক সম্মান পাওয়া উচিত'
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement