Viral Video: 'পেয়ার দিলো কা মেলা হ্যায়' গানে নেচে ভাইরাল মানালি ওরফে ফুলঝুরি! দেখুন ভিডিও

Last Updated:

Viral video: ভিডিওতে দেখা যাচ্ছে হট প্যান্ট ও শার্ট পরে নাচছেন অনিন্দিতা। 'পেয়ার দিলো কা মেলা হ্যায়' গানে নাচছেন তিনি। হঠাৎ মাঝ পথে নাচের মধ্যে ঢুকে পড়েন মানালি।

photo source Instagram
photo source Instagram
#কলকাতা: 'ধুলোকণা' (Dhulokona)। জনপ্রিয় একটি বাংলা ধারাবাহিক। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন মানালি দে (Manali dey) ও ইন্দ্রাশিষ রায় (Indrasish Roy)। লালন ও ফুলঝুরির চরিত্রে অভিনয় করছেন তাঁরা। এই প্রথম এমন চরিত্রে অভিনয় করছেন তাঁরা। ফুলঝুরি বড়লোক বাড়ির কাজের মেয়ে। লালন সেই বাড়িরই ড্রাইভার।
সমাজের নিম্ন বিত্ত পরিবার থেকে উঠে আসা দু'টি ছেলেমেয়ের ভালবাসা ও লাড়াইয়ের গল্প বলে এই ধারাবাহিক(Dhulokona)। লালন খুব ভাল গান করে। গান গেয়ে বড় হতে চায় সে। ফুলঝুরিকে ভালবাসলেও সে কথা যেন চাপাই থেকে যায়। প্রেমের এক চেনা পরিধিতেই ঘোরাফেরা করে তাঁরা(Dhulokona)। এই লালন-ফুলঝুরিই বদলে দেবে সমাজের সব হিসেব।
advertisement
advertisement
কেউ ছোট নয়। চেষ্টা করলে সকলেই নিজের স্বপ্নকে ছুঁতে পারে(Dhulokona)। এ গল্প যেন তাই বলে। এর সঙ্গে অবশ্যই সিরিয়ালে রয়েছে আরও অনেক মশালা। টিআরপিতে তেমন ভাল না করলেও, সিরিয়ালটি অনেক মানুষ দেখেন। এবং পছন্দ করেন।
advertisement
মানালি দে (Manali dey) বাংলা সিরিয়াল ও টেলিভিশনের জনপ্রিয় মুখ। 'বউ কথা কও' সিরিয়ালের হাত ধরেই প্রথম জনপ্রিয়তা আসে মানালির জীবনে। তার পর থেকে একের পর এক ভাল কাজ তিনি করেছেন নিজের দক্ষতায়।
মানালি বাস্তব জীবনেও দারুণ মিষ্টি ও ছটফটে একটি মেয়ে (Viral video)। সোশ্যাল মিডিয়া বিশেষ করে ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ তিনি। তবে এবার মানালি একা নন তাঁর সঙ্গে জুটে গিয়েছেন অনিন্দিতা রায় চৌধুরি। অনিন্দিতাও সিরিয়ালের জনপ্রিয় মুখ।
advertisement
সম্প্রতি ইনস্টাতে তাঁরা একটি রিল ভিডিও পোস্ট করেছেন । যা ইতি মধ্যেই বহু মানুষ দেখেছেন। এবং ভিডিওটি ভাইরাল (Viral video)হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে হট প্যান্ট ও শার্ট পরে নাচছেন অনিন্দিতা। 'পেয়ার দিলো কা মেলা হ্যায়' গানে নাচছেন তিনি। হঠাৎ মাঝ পথে নাচের মধ্যে ঢুকে পড়েন মানালি। সালোয়ার কামিজ পরেই তুমুল নাচ(Viral video) শুরু করেন তিনি।
advertisement
এই মজার ভিডিওটি(Viral video) দেখা মাত্রই বহু মানুষ প্রশংসা করেছেন তাঁদের। ভিডিওটি ঝড়ের বেগে শেয়ার হচ্ছে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: 'পেয়ার দিলো কা মেলা হ্যায়' গানে নেচে ভাইরাল মানালি ওরফে ফুলঝুরি! দেখুন ভিডিও
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement