মৃত্যুর ভুয়ো খবরে বিধ্বস্ত বিক্রমের পরিবার, একাধিক অঙ্গ বিকল সলমনের গুরুর

Last Updated:

বুধবার রাতের দিকে তাঁর মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে পড়েন বিনোদন জগতের অনেকেই। এমনকি ট্যুইটারে শোকবার্তা জানিয়ে দিয়েছিলেন অজয়, রীতেশ, আলি, জাভেদের মতো তারকারাও।

#পুণে: অতি সঙ্কটে বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে। বুধবার  রাতে আচমকা খবর পাওয়া যায়, তিনি প্রয়াত হয়েছেন। কিন্তু বৃহস্পতিবার সকালে জানা যায়, বিক্রমের মৃত্যুর খবর ভুয়ো। তিনি বেঁচে রয়েছেন। তবে লাইফ সাপোর্টে রয়েছেন।
তবে শারীরিক পরিস্থিতি খুবই সঙ্কটজনক। 'হাম দিল দে চুকে সনম' ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনের বাবার চরিত্রে অভিনয় করা বিক্রম আপাতত পুণের এক হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে।
advertisement
advertisement
বিক্রমের স্ত্রী জানিয়েছেন, চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন অভিনেতাকে সুস্থ করে তুলতে। কিন্তু চিকিৎসায় সেভাবে সাড়া দিচ্ছেন না বিক্রম। বিভিন্ন অঙ্গ বিকল হয়ে গিয়েছে।
advertisement
বুধবার রাতের দিকে তাঁর মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে পড়েন বিনোদন জগতের অনেকেই। এমনকি ট্যুইটারে শোকবার্তা জানিয়ে দিয়েছিলেন অজয় দেবগন, রীতেশ দেশমুখ, আলি গোনি, জাভেদ জাফরির মতো তারকারাও।
'হাম দিল দে চুকে সনম' ছাড়াও 'ভুলভুলাইয়া', 'দে দনা দন', 'হিচকি'র মতো ছবিতেও অভিনয় করেছেন বিক্রম।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মৃত্যুর ভুয়ো খবরে বিধ্বস্ত বিক্রমের পরিবার, একাধিক অঙ্গ বিকল সলমনের গুরুর
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement