ইডির দফতরে বিজয় দেবেরাকোন্ডা! চলল জিজ্ঞাসাবাদ, আর্থিক লেনদেন নিয়ে বিপাকে 'লাইগার'

Last Updated:

বিজয়, অনন্যা পাণ্ডে এবং আমেরিকার প্রাক্তন বক্সার মাইক টাইসন অভিনীত ছবিটি দেখতে প্রেক্ষাগৃহ ভরাননি দর্শক। কেবল 'ফ্লপ' তকমা নয়, তাঁর থেকেও বেশি বিপজ্জনক পরিস্থিতির শিকার হল 'লাইগার'।

#হায়দরাবাদ: এবার হায়দরাবাদে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতরে বিজয় দেবেরাকোন্ডা। বৈদেশিক মুদ্রার নিয়ম লঙ্ঘনের অভিযোগের মামলায় জিজ্ঞাসাবাদ করা হল দক্ষিণী সুপারস্টারকে। পুরী জগন্নাথ পরিচালিত 'লাইগার' ছবি নিয়েই এই অভিযোগ উঠেছে।
ইডি এর আগেই ছবির পরিচালক এবং প্রযোজকদের তলব করেছিল একই মামলায়। 'লাইগার' ছবি বানানোর সময়ে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট-এর নিয়মবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। আর সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যেই তলব করা হয়েছিল পুরী জগন্নাথ এবং চারমি-কে।
advertisement
advertisement
ছবিতে বৈধ বিনিয়োগের সন্দেহ করছে ইডি। এবং 'লাইগার' প্রযোজনায় কত টাকা ঢালা হয়েছিল, কোথা থেকে টাকা এসেছিল, সেই সব বিষয়ে তদন্ত শুরু করেছে ইডি।
বিজয়, অনন্যা পাণ্ডে এবং আমেরিকার প্রাক্তন বক্সার মাইক টাইসন অভিনীত ছবিটি দেখতে প্রেক্ষাগৃহ ভরাননি দর্শক। কেবল 'ফ্লপ' তকমা নয়, আরও বিপজ্জনক পরিস্থিতির শিকার 'লাইগার'।
advertisement
গত মাসে জানা গিয়েছিল, টাকা ফেরতের দাবিতে বিক্ষোভমুখী হয়ে উঠেছিলেন ছবির ডিস্ট্রিবিউটাররা। পরিচালক রামগোপাল বর্মার ট্যুইট থেকে জানা যায়, বলিপাড়ার বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মেসেজ পাঠানো হয়েছিল, যেখানে পুরীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর হুমকি দেওয়া হয়। ছবি ফ্লপ করার পর ক্ষতিপূরণ হিসেবে টাকা ফেরত দেওয়ার দাবিতে ধর্না বসানোর ডাক দেওয়া হয়েছিল তখন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
ইডির দফতরে বিজয় দেবেরাকোন্ডা! চলল জিজ্ঞাসাবাদ, আর্থিক লেনদেন নিয়ে বিপাকে 'লাইগার'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement