Vidya Balan: গভীর বক্ষ বিভাজিকা! হেয়ারস্টাইল ও পোশাকেও চমক! ঝড় তুলল বিদ্যার নতুন লুক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Vidya Balan: তারকা অভিনেত্রী বিদ্যা বালন আবারও প্রমাণ করলেন যে তিনি শুধুই দুর্দান্ত অভিনেত্রী নন, ফ্যাশন ও স্টাইলের জগতেও অনন্য এক আইকন। 'দ্য পিকক' ম্যাগাজিনের জুলাই ২০২৫ সংখ্যার কভারে তাকে দেখা গেছে এক নতুন রূপে।
তারকা অভিনেত্রী বিদ্যা বালন আবারও প্রমাণ করলেন যে তিনি শুধুই দুর্দান্ত অভিনেত্রী নন, ফ্যাশন ও স্টাইলের জগতেও অনন্য এক আইকন। ‘দ্য পিকক’ ম্যাগাজিনের জুলাই ২০২৫ সংখ্যার কভারে তাকে দেখা গেছে এক নতুন রূপে, যা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে। তার নতুন হেয়ারস্টাইল, গ্ল্যামারাস লুক ও অনবদ্য পোশাক নির্বাচন তাকে একেবারে ভিন্ন মাত্রায় উপস্থাপন করেছে।
এই ফটোশুটে বিদ্যা নতুন হেয়ার কাটে হাজির হয়েছেন, যা তার আগের সাধারণ হেয়ারস্টাইল থেকে সম্পূর্ণ আলাদা। নতুন হেয়ার কাট ছিল কাঁধ পর্যন্ত, হালকা স্তরযুক্ত এবং ব্লন্ড হাইলাইটে সজ্জিত। তার চুলে থাকা সফট ওয়েভস তার মুখকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। মেকআপেও ছিল চমক। শোভনতা ও ঝলক—ঝিলমিল আইশ্যাডো, গাঢ় চোখ, মভ লিপস্টিক এবং উজ্জ্বল হাইলাইটার তাকে এক আকর্ষণীয় ও দীপ্তিময় করে তুলেছে।
advertisement
advertisement
advertisement
পোশাকে বিদ্যার স্টাইল ছিল আরও নজরকাড়া। তিনি পরেছিলেন ফ্ল্যামিংগো গোলাপি রঙের একটি গ্লিটারি ড্রেস, যাতে ছিল সূক্ষ্ম সিকুইন ও বিডের কাজ। ডিপ ভি-নেকলাইন ও ফিগার-হাগিং ডিজাইন তার সৌন্দর্যকে করেছে আরও নান্দনিক। পোশাকের সাথে ম্যাচ করে ছিল পালক বসানো একটি ওম্ব্রে স্টোল এবং আকর্ষণীয় গহনা — একটি রত্নখচিত চোকার ও একটি স্টেটমেন্ট ব্রেসলেট।
advertisement
চলচ্চিত্র জগতে বিদ্যার সাম্প্রতিক কাজগুলোও বেশ প্রশংসিত হয়েছে। ভুল ভুলাইয়া ৩ সিনেমায় তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে এবং এটি বক্স অফিসে সাফল্য পেয়েছে। অন্যদিকে, দো ঔর দো প্যায়ার সিনেমায় ‘কাভ্য’ চরিত্রে তার অভিনয়ও প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন শীর্ষা গুহ ঠাকুরতা এবং চিত্রনাট্য লিখেছেন অমৃতা বাগচি, ঈশা চোপড়া ও সুপ্রতিম সেনগুপ্ত। বিদ্যার এই নতুন রূপ ও সাফল্য তার কেরিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করা হচ্ছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 15, 2025 11:54 PM IST