Victor Banerjee: ফের কোভিড পজিটিভ ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ডেঙ্গি ! আবারও অসুস্থ বর্ষীয়ান অভিনেতা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
চলতি মাসের গোড়ার দিনে তিনি করোনার ওমিক্রন প্রজাতিতে আক্রান্ত হয়েছিলেন
#কলকাতা: অসুস্থ বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee)। চলতি মাসের গোড়ার দিনে তিনি করোনার ওমিক্রন প্রজাতিতে আক্রান্ত হয়েছিলেন। তবে, দিন দুই পর অভিনেতার পক্ষে থেকে জানানো হয়, তিনি ভাল আছেন, বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। আজ, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ডব্লিউবিএফজেএ-র পক্ষ থেকে প্রবীণ সাংবাদিক এবং সম্পাদক নির্মল ধর একটি লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছেন, ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee) ফের কোভিড পজিটিভ। সঙ্গে রয়েছে ডেঙ্গি-ও!
সূত্রের খবর, পরশু রাত থেকেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। ছিল ১০৩ জ্বর। রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গি ধরা পড়ে। কোভিড টেস্ট-এর রিপোর্টও পজিটিভ আসে। জানা যায়, আপাতত অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল, চলছে চিকিৎসা।
advertisement
advertisement
বাংলা থেকে কার্যত স্বেচ্ছা নির্বাসন নিয়েছেন বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, গত কয়েক বছর ধরেই তাঁর ঠিকানা মুসৌরীর শৈল-শহর। ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন ভিক্টর, কিন্তু কোভিডে আক্রান্ত হওয়ায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। বর্তমানে লাইমলাইট থেকে অনেক দূরেই থাকেন ভিক্টর । চলতি বছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মবিভূষণ সম্মান প্রাপকের তালিকায় তাঁর নাম ঘোষণা করা হয়েছে। শিল্পকলায় অবদানের জন্য এই পদ্ম-সম্মান পাচ্ছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 25, 2022 1:05 PM IST