শহরে একটি স্যালোঁ-র বাইরে ফ্রেমবন্দি আলিয়া ভাট। এবছরের বহু প্রতীক্ষীত ছবির মধ্যে অন্যতম সঞ্জয় লীলা বনসালির 'গাঙ্গুবাই কাথিওয়াড়ি' (Gangubai Kathiawadi)। ছবিতে গাঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট (Alia Bhatt)। ২৩ ফেব্রুয়ারি ছিল এই ছবির প্রিমিয়ার।