করিনা কাপুর মানেই স্টাইল আইকন! তিনি যা-ই পরেন, তৈরি হয় নয়া স্টাইল স্টেটমেন্ট! হলুদ কাট-আউট টপ আর মাল্টিকালার স্কার্ট-এ তাপমাত্রার পারদ চড়ালেন বেগম সাহেবা! শুধু পোশাক নয়, করিনা মেক-আপ নিয়েও যথেষ্ট খুঁতখুঁতে! এদিনের শ্যুটে তাঁর কানে ছিল বড় হুপ দুল, চকোলেট ব্রাউন হাইহিল পরেছিলেন করিনা। সঙ্গে ছিল ওয়েভি চুল, ম্যাট বেস মেকআপ, ব্লাশড গাল, ন্যুড লিপস আর কাজল টানা চোখে স্মোকি আইশ্যাডো। হলুদ কাট-আউট টপ আর মাল্টিকালার স্কার্ট-টি করিনার স্টাইলিস্ট লক্ষ্মী লেহরের লেবেল সাফিয়া ও জিমারম্যান-এর ডিজাইন করা। সদ্য সামনে এসেছে সৈফ আলি খানের ‘বিক্রম বেদা’র লুক। করিনা বৃহস্পতিবার ইনস্টাগ্রামে সৈফের ফার্স্ট লুক-এর ছবি শেয়ার করে লিখলেন, '' স্বামীকে সবচেয়ে বেশি হট লাগছে। ছবি মুক্তির অপেক্ষায় রয়েছি।'' সঙ্গে একটা হার্ট ইমোজি। গত ২১ ফেব্রুয়ারি ১ বছর পূর্ণ করল সৈফ-করিনার ছোট ছেলে জেহ। মুম্বইয়ের বাড়িতে জমজমাট পুল পার্টির আয়োজন করেছিলেন ‘সইফিনা’ জেহ-র ডেলিভারির পরই ওয়ার্কআউটে মন দিয়েছেন করিনা! গর্ভাবস্থায়-ও তিনি নিয়মিত শরীরচর্চা করেছেন জেহ-র প্রথম জন্মদিন ছিল ঘরোয়া, হাজির ছিলেন করিশ্মা কাপুর, সোহা আলি খান, সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান।