#মুম্বই: বাবা এমনই এক মানুষ , যে কিনা বুকের মাঝে আগলে রাখে তাঁর সন্তাদের ৷ বাবা এমনই মানুষ, যে কিনা ঝড়-ঝাপটা থেকে সন্তানকে রক্ষা করে বিনা শর্তে ৷ সন্তানকে বড় করতে যে কোনও ঝুঁকি নিতেও পিছ পা হয় না বাবা ৷ সন্তানের কাছে বাবা যেন সব আবদারের ঝুলি ৷ আর সন্তানের বায়না মেটাতেও সদা তৈরি ‘বাবা’ ! বাবাকে শ্রদ্ধা জানাতে আর উচ্চস্বরে ভালবাসা প্রদর্শনের দিন এই ফাদার্স ডে৷ কারণ, বাবার প্রতি ভালবাসা তো আর একদিনের নয়, তবুও এই দিনটা তাঁর জন্য স্পেশাল করে তুলে রাখা ৷ ঠিক যেমন সন্তানের মনের মাঝে বাবার স্পেশাল জায়গা !
বলিউডের হার্টথ্রব নায়ক ভিকি কৌশল সেই বার্তাই দিলেন, তবে একেবারেই ফিল্মি কায়দায় ৷ ইনস্টাগ্রামে বাবার সঙ্গে ছবি পোস্ট করে ভিকি কৌশল লিখলেন, ‘মা বলেন একেবারে কার্বন কপি আমি !’View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fathers Day 2020