Vicky Kaushal on International Women’s Day: শাশুড়ি বীণার কোলে ক্যাটরিনা, আন্তর্জাতিক নারী দিবসে আবেগঘন পোস্ট ভিকি কৌশলের

Last Updated:

Vicky Kaushal on International Women’s Day: জীবনে গুরুত্বপূর্ণ এই দুই নারীকে কুর্নিশ জানিয়েছেন অভিনেতা৷

জীবনে গুরুত্বপূর্ণ এই দুই নারীকে কুর্নিশ জানিয়েছেন ভিকি
জীবনে গুরুত্বপূর্ণ এই দুই নারীকে কুর্নিশ জানিয়েছেন ভিকি
মুম্বই : বি টাউনের চর্চিত জুটিদের মধ্যে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ এখন অন্যতম (Vicky Kaushal and Katrina Kaif) ৷ কয়েক মাস আগেই তাঁদের তারকাখচিত জমকালো বিয়ে ছিল আলোচনার কেন্দ্রে৷ এর পরও সামাজিক মাধ্যমে, কর্তা-গিন্নি দু’জনেই একে অন্যের প্রতি ভালবাসা ব্যক্ত করে গিয়েছেন৷ মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবসে (International Women’s Day) স্বভাবতই ভিকির প্রোফাইল আলো করে থাকলেন ক্যাটরিনা৷ অবশ্য তিনি একা নন৷ সঙ্গে আছেন তাঁর শাশুড়ি তথা ভিকির মা বীণা কৌশলও৷ জীবনে গুরুত্বপূর্ণ এই দুই নারীকে কুর্নিশ জানিয়েছেন অভিনেতা৷
ভিকির শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তাঁর মায়ের কোলে বসে আছেন ক্যাটরিনা৷ পুত্রবধূকে সস্নেহে জড়িয়ে ধরে আছেন বীণা৷ ছবিটি শেয়ার করে ভিকি লিখেছেন ‘আমার শক্তি, আমার পৃথিবী’৷ সঙ্গে লাল রঙের হৃদয় ইমোজি৷ উজ্জ্বল লাল পোশাকে সজ্জিতা ক্যাটরিনা হাতে ধরে আছেন উপহার৷ তাঁর কাঁধে নিশ্চিন্তে মাথা রেখেছেন শাশুড়ি বীণা৷
আরও পড়ুন : সোনার কণ্ঠহারে নবদম্পতিকে ঘিরে একজোড়া ময়ূর, গৃহপ্রবেশে মৌনীর বেনারসি-সাজ নজর কাড়ল
নারী দিবসে ভিকির শেয়ার করা এই ছবিতে বাহবা জানাতে ভোলেননি তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুরা৷ ‘রাজি’-তে ভিকির সহ অভিনেত্রী অমৃতা খানভিলকর লিখেছেন, ‘কী সুন্দর’৷ জোয়া আখতারের মন্তব্য, ‘কী সুন্দর ছবি’৷ মিনি মাথুর লিখেছেন ‘খুব মিষ্টি ছবি’৷ ক্যাটরিনার বোন ইসাবেল অবশ্য শুধু হৃদয়ের ইমোজি দিয়েছেন৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন : যুদ্ধক্ষেত্রে মাকে ফেলে শরণার্থী হয়ে দিদির সঙ্গে অনিশ্চিত ভবিষ্যতের দিকে...
গত বছর ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন ভিকি ও ক্যাটরিনা৷ রাজস্থানের সোয়াই মাধোপুরে রয়্যাল হোটেল সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা-তে তাঁরা গাঁটছড়া বাঁধেন৷ পরিজনদের পাশাপাশি আমন্ত্রিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরা৷ বিয়েতে আমন্ত্রিত ছিলেন ভিকির ভাই সানি কৌশলের বান্ধবী বলে পরিচিত শর্বরী ওয়াঘ৷ তিনিও ভিকির পোস্টে হৃদয় ইমোজি দিয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vicky Kaushal on International Women’s Day: শাশুড়ি বীণার কোলে ক্যাটরিনা, আন্তর্জাতিক নারী দিবসে আবেগঘন পোস্ট ভিকি কৌশলের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement