Vicky Kaushal-Katrina Kaif Wedding: এবার তাঁরা স্বামী-স্ত্রী, বিয়ে হয়ে গেল ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফের, রিসর্টের বারান্দায় নবদম্পতির প্রথম ছবি

Last Updated:

দেখুন বিয়ের পর নবদম্পতির প্রথম ছবি

#মুম্বই: ইটস অফিশিয়াল! এবার তাঁরা স্বামী-স্ত্রী! বিয়ে হয়ে গেল ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশলের (Vicky Kaushal-Katrina Kaif Wedding)! ANI সূত্রে খবর, আজ বৃহস্পতিবার বিকেলেই সাতপাকে বাঁধা পড়েন ভিকি-ক্যাট। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে মোড়া বিয়ের ভেন্যু রাজস্থানের 'সিক্স সেন্স ফোর্ট বারওয়ারা'! মোবাইল ফোন, ক্যামেরা, সবকিছুই নিশিদ্ধ! কিন্তু এত কড়াকড়ি সত্বেও শেষ রক্ষা হল না, সেই সামনে এল বিয়ে-পরবর্তী ছবি। রাজস্থানের রিসর্টের  বারান্দায় নবদম্পতি (Vicky Kaushal-Katrina Kaif Wedding)।
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Rohan (@rohankbohara)

advertisement
বিয়েতে সব্যসাচীর ডিজাইন করা লাল লেহেঙ্গা পরেছিলেন ক্যাটরিনা, গলায় মালা, মাথায় জড়োয়ার সাজ (Vicky Kaushal-Katrina Kaif Wedding) । ভিকি সেজেছেন ঘিয়ে রঙা শেরওয়ানি আর পাগড়িতে। একটি ছবিতে দেখা যায় পাশাপাশি দাঁড়িয়ে দুই তারকা। আর একটি ছবিতে দেখা যাচ্ছে, বাজির আলোয় ঝলমল করছে গোটা দুর্গ। নীচে অতিথিদের ভিড়।
advertisement
সিক্স সেন্স রিসর্ট, ফোর্ট বারওয়ারা-র (Six Senses Resort, Fort Barwara) লনে দুপুর ৩ টে থেকে হলুদ, কমলা, গোলাপি পর্দা দিয়ে সাজানো হয় কাচের বিবাহ মণ্ডপ৷ সাতটি সাদা ঘোড়ায় টানা গাড়িতে চড়ে বিয়ে করতে আসেন ভিকি৷ ক্যাটরিনা ছাদনাতলায় পৌঁছন কাচের কাজ করা পাল্কিতে। ফুল দিয়ে সাজানো হয়েছিল পাল্কি। রীতি মেনেই হয় ‘সাত ফেরে’, বা সাতপাকে ঘোরা, ক্যাটরিনাকে মঙ্গলসূত্র পরিয়ে দেন ভিকি ৷ রাত ৮ টা থেকে চলবে পার্টি ও অতিথি আপ্যায়ন৷ মঙ্গলবার ছিল মেহেন্দি অনুষ্ঠান, বুধবার গায়ে হলুদ আর সঙ্গিত। বিয়ের আগে হয় ভিকির 'সেহরাবন্দি'!
advertisement
এত 'গোপন' বিয়ে বলিটাউন বোধহয় খুব কম-ই দেখেছে! বিয়েতে হাজির থাকছেন ভিকি-ক্যাটরিনার খুব ঘনিষ্ঠরাই। কবীর খান, মিনি মাথুর, অঙ্গদ বেদি, নেহা ধুপিয়া, শর্বরী ওয়াঘ, গুরদাস মান, সিমরন কউর ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বিয়ের আসরে৷ শোনা যাচ্ছে ক্যাটরিনার ঘনিষ্ঠ বান্ধবী অনুষ্কা শর্মাও আসবেন ৷ আসার কথা আছে অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমারেরও৷ তবে বিয়েতে নেমন্তন্ন পাননি প্রাক্তন প্রেমি সলমন খান! গতকাল মুম্বই এয়ারপোর্তে সল্লু মিঞাকে দেখা গিয়েছিল, কিন্তু তিনি জয়পুর নয়, যাচ্ছিলেন রিয়াধ, Da-Bangg ট্যুরে।
advertisement
সোয়াই মাধোপুর জেলার ‘জনতা যোধপুর সুইট হোম’ বরাত পেয়েছে বিয়েবাড়িতে গুজরাতি ও রাজস্থানি মিষ্টি পৌঁছে দেওয়ার (local Rajasthani sweets)৷ সঙ্গীত ও হলদি অনুষ্ঠানে ইতিমধ্যেই তারা পাঠিয়েছে ১০ রকম মিষ্টান্ন৷ এই দোকান থেকে বিয়েবাড়িতে পৌঁছেছে ৮০ কেজি ওজনের বিভিন্ন স্বাদের মিষ্টি৷ তার মধ্যে ছিল ‘মুগডালের বরফি’, ‘গুজরাতি বখলায়া’, ‘কাজু পান’ এবং ‘চকো বাইট’ (Vicky Kaushal and Katrina Kaif wedding)৷ বৃহস্পতিবার মিষ্টিান্ন ছাড়াও বিয়েবাড়িতে এই দোকান থেকে যাবে ১০০ রকমের সমোসা ও ধোকলা৷
advertisement
বিয়ের মেনুতে স্থানীয় স্বাদের মধ্যে থাকছে কচৌরি, দহি ভল্লা এবং চাট ও কাবাব৷ থাকবে রাজস্থানি খাবার-ও (Vicky Kaushal and Katrina Kaif wedding)। বাদ যাবে না উত্তর ভারতের কাবাব ও মাছের পদ। ইতালীয় শ্যেফ তৈরি করছেন ৫ স্তর বিশিষ্ট নীলসাদা রঙের বিয়ের কেক যার পোশাকি নাম টিফ্যানি ওয়েডিং কেক৷
ঐতিহ্যবাহী রাজস্থানি খাবারের মধ্যে থাকছে ডাল বাটি চুরমা৷ সেই ডাল আবার হবে ১৫ রকমের আলাদা স্বাদের (Vicky Kaushal and Katrina Kaif wedding)৷ বিয়েবাড়ি জুড়ে থাকবে পান, ফুচকা এবং অন্যান্য ভারতীয় স্বাদের খাবারের স্টল৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vicky Kaushal-Katrina Kaif Wedding: এবার তাঁরা স্বামী-স্ত্রী, বিয়ে হয়ে গেল ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফের, রিসর্টের বারান্দায় নবদম্পতির প্রথম ছবি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement