Vicky Kaushal and Katrina Kaif wedding: বিয়ের খরচের ৭৫ শতাংশ-ই বহন করছেন ক্যাটরিনা, ভিকি দিচ্ছেন নামমাত্র

Last Updated:

সকাল থেকেই সাজ সাজ রব রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার ‘সিক্স সেন্সেস’ রিসর্টে (six senses resort)৷ বিয়ের আয়োজনে কোনও ত্রুটি-ই রাখছেন না কপোত-কপোতি! আমন্ত্রিতদের যাতায়াত, ৬ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত অতিথিদের থাকা, খাওয়া-দাওয়া, নিরাপত্তারক্ষীদের বেতন, বিয়ের যাবতীয় আয়োজন...খরচ কী আর সামান্য?

#মুম্বই: অবশেষে এসেই গেল 'ডি-ডে'! আজই সাতপাকে বাঁধা পড়ছেন ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ (Vicky Kaushal and Katrina Kaif wedding)! সকাল থেকেই সাজ সাজ রব রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার ‘সিক্স সেন্সেস’ রিসর্টে (six senses resort)৷ বিয়ের আয়োজনে কোনও ত্রুটি-ই রাখছেন না কপোত-কপোতি! আমন্ত্রিতদের যাতায়াত, ৬ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত অতিথিদের থাকা, খাওয়া-দাওয়া, নিরাপত্তারক্ষীদের বেতন, বিয়ের যাবতীয় আয়োজন...খরচ কী আর সামান্য? তবে একা একজনের কাঁধে নয়, খরচ ভাগাভাগি করে নিয়েছেন ভিকি আর ক্যাট (Vicky Kaushal and Katrina Kaif wedding)!
কিন্তু সমানে সমানে নয়, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, খরচের ৭৫ শতাংশ-ই দিচ্ছেন ক্যাটরিনা, বাকি ২৫ শতাংশ আসছে ভিকির পকেট থেকে।  নিরাপত্তারক্ষীদের বেতন এবং আমন্ত্রিতদের যাতায়াত-সহ আরও কিছু খাতে টাকা দিচ্ছেন ক্যাট, বাকি ২৫ শতাংশ খরচ বহন করছেন ভিকি (Vicky Kaushal and Katrina Kaif wedding)।
advertisement
advertisement
এদিন সকাল ৮ থেকে ১১ অবধি চলে প্রাতরাশ পর্ব৷  দুপুর ১ টার পর হয় ‘সেহরা বন্দি’৷ রিসর্টের লনে দুপুর ৩ টে থেকে সজ্জিত হয় কাচের বিবাহ মণ্ডপ৷ তার পরই সাতটি সাদা ঘোড়ায় টানা গাড়িতে বিয়ে করতে আসবেন  ভিকি৷ ক্যাটরিনা ছাদনাতলায় পৌঁছবেন পালকিতে৷ সন্ধ্যা ৬ টার সময় ‘সাত ফেরে’, বা সাতপাকে ঘোরা (Vicky Kaushal and Katrina Kaif wedding) ৷ রীতি মেনে ক্যাটরিনার গলায় ভিকি পরিয়ে দেবেন মঙ্গলসূত্র৷ রাত ৮টা থেকে শুরু হবে পার্টি ও অতিথি আপ্যায়ন৷
advertisement
সোয়াই মাধোপুর জেলার ‘জনতা যোধপুর সুইট হোম’ বরাত পেয়েছে বিয়েবাড়িতে গুজরাতি ও রাজস্থানি মিষ্টি পৌঁছে দেওয়ার (local Rajasthani sweets)৷ সঙ্গীত ও হলদি অনুষ্ঠানে ইতিমধ্যেই তারা পাঠিয়েছে ১০ রকম মিষ্টান্ন৷ এই দোকান থেকে বিয়েবাড়িতে পৌঁছেছে ৮০ কেজি ওজনের বিভিন্ন স্বাদের মিষ্টি৷ তার মধ্যে ছিল ‘মুগডালের বরফি’, ‘গুজরাতি বখলায়া’, ‘কাজু পান’ এবং ‘চকো বাইট’ (Vicky Kaushal and Katrina Kaif wedding)৷ বৃহস্পতিবার মিষ্টিান্ন ছাড়াও বিয়েবাড়িতে এই দোকান থেকে যাবে ১০০ রকমের সমোসা ও ধোকলা৷
advertisement
বিয়ের মেনুতে স্থানীয় স্বাদের মধ্যে থাকছে কচৌরি, দহি ভল্লা এবং চাট ও কাবাব৷ থাকবে রাজস্থানি খাবার-ও (Vicky Kaushal and Katrina Kaif wedding)। বাদ যাবে না উত্তর ভারতের কাবাব ও মাছের পদ। ইতালীয় শ্যেফ তৈরি করছেন ৫ স্তর বিশিষ্ট নীলসাদা রঙের বিয়ের কেক যার পোশাকি নাম টিফ্যানি ওয়েডিং কেক৷
ঐতিহ্যবাহী রাজস্থানি খাবারের মধ্যে থাকছে ডাল বাটি চুরমা৷ সেই ডাল আবার হবে ১৫ রকমের আলাদা স্বাদের (Vicky Kaushal and Katrina Kaif wedding)৷ বিয়েবাড়ি জুড়ে থাকবে পান, ফুচকা এবং অন্যান্য ভারতীয় স্বাদের খাবারের স্টল৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vicky Kaushal and Katrina Kaif wedding: বিয়ের খরচের ৭৫ শতাংশ-ই বহন করছেন ক্যাটরিনা, ভিকি দিচ্ছেন নামমাত্র
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement