Vicky Kaushal: ক্যাটরিনা নয়, সমুদ্রতীরে স্বামী ভিকির কোল-বুক জড়িয়ে শুয়ে 'ভাবি টু'! কে এই রহস্যময়ী?

Last Updated:

Vicky Kaushal: তবে কি অন্য মহিলার প্রেমে পড়েছেন ভিকি কৌশল? ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে ভাঙন? নাকি অন্য কিছু রয়েছে রহস্যের উৎসে।

ভিকির বুকে রহস্যময়ী!
ভিকির বুকে রহস্যময়ী!
কলকাতা: সমুদ্রতীরে ভিকি কৌশলের সঙ্গে রহস্যময়ী নারী। ক্যাটরিনা কাইফ তো নন, তাহলে কে এই নারী? সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে এই ছবিগুলি। তবে কি অন্য মহিলার প্রেমে পড়েছেন ভিকি কৌশল? ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে ভাঙন? নাকি অন্য কিছু রয়েছে রহস্যের উৎসে।
আসলে, ক্রোয়েশিয়ায় নতুন ছবির শ্যুটিং করছেন ভিকি কৌশল। সেখানে তাঁর নায়িকা রণবীর কাপুরের ‘অ্যানিমাল’ ছবির রাতারাতি তারকা তৃপ্তি দিমরি। ছবিতে তৃপ্তিকে ‘ভাবি ২’ নামে ডাকা হয়েছিল। আর সোশ্যাল মিডিয়ায় ভিকি ও তৃপ্তির ছবি ভাইরাল হতেই সেখানে অনেকেই লিখেছেন ভাবি টু-এর সঙ্গে সময় কাটাতে ব্যস্ত ক্যাটরিনার স্বামী।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: গলায় রণবীরের কামড়ের দাগ, বেডসিন বিতর্ক, রশ্মিকাকে হাটিয়ে জাতীয় ‘ক্রাশ’ এখন তৃপ্তি দিমরি! চেনেন?
আনন্দ তিওয়ারির নতুন ছবির শ্যুটিং করছেন ভিকি ও তৃপ্তি। রোম্যান্টিক ছবির নায়িক-নায়িকা ক্রোয়েশিয়ায় গানের শ্য়ুটে গিয়েছেন। সেখানেই ভিকির কোলে, বুকের উপর শুয়ে রয়েছেন তৃপ্তি। সেই ছবিগুলিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চারিদিকে কথা হচ্ছে ‘অ্যানিমাল’ ছবিটি নিয়ে। রণবীর কাপুরের অভিনয়, ছবির প্লট, পরিচালকের চিন্তাভাবনা নিয়ে বিতর্কের মাঝে একমুঠো ঠান্ডা বাতাস তৃপ্তি দিমরি।
advertisement
আরও পড়ুন: ভাল করে চিনুন পাতাগুলি, বাড়ির আশপাশেই রয়েছে এই লতানো গাছ! খেতে শুরু করলে ওষুধের খরচ কমবেই
রণবীরের সঙ্গে নগ্ন-সাহসী দৃশ্য থেকে নিজের গ্ল্যামারাস উপস্থিতিতে অ্যানিমাল ছবিতে আলাদা করে নজর কেড়েছেন তিনি। নায়িকার জনপ্রিয়তা বেড়েছে রাতারাতি। সকলেই খুঁজছেন তিনি কে? বলিউডে বেশ কয়েকটি ছবির পরেও চোখে পড়েননি তৃপ্তি। অ্যানিমাল ছবিতে রণবীরের ‘ছোঁয়া’ পেয়েই এখন জনপ্রিয়তার তুঙ্গে তৃপ্তি। রশ্মিকা মন্দানাকে ছবিতে পাঁচ গোল দিয়ে জাতীয় ক্রাশ নাকি এখন তৃপ্তিই।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vicky Kaushal: ক্যাটরিনা নয়, সমুদ্রতীরে স্বামী ভিকির কোল-বুক জড়িয়ে শুয়ে 'ভাবি টু'! কে এই রহস্যময়ী?
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
  • দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement