Tripti Dimri: গলায় রণবীরের কামড়ের দাগ, বেডসিন বিতর্ক, রশ্মিকাকে হাটিয়ে জাতীয় 'ক্রাশ' এখন তৃপ্তি দিমরি! চেনেন?

Last Updated:
Tripti Dimri: শুধু স্ক্রিন প্রেজেন্সেই নজর কাড়েননি। রণবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য়েও তৃপ্তি দিমরি বিছানায় জ্বেলেছেন আগুন।
1/9
চারিদিকে কথা হচ্ছে 'অ্যানিমাল' ছবিটি নিয়ে। রণবীর কাপুরের অভিনয়, ছবির প্লট, পরিচালকের চিন্তাভাবনা নিয়ে বিতর্কের মাঝে একমুঠো ঠান্ডা বাতাস তৃপ্তি দিমরি।
চারিদিকে কথা হচ্ছে 'অ্যানিমাল' ছবিটি নিয়ে। রণবীর কাপুরের অভিনয়, ছবির প্লট, পরিচালকের চিন্তাভাবনা নিয়ে বিতর্কের মাঝে একমুঠো ঠান্ডা বাতাস তৃপ্তি দিমরি।
advertisement
2/9
রণবীরের সঙ্গে নগ্ন-সাহসী দৃশ্য থেকে নিজের গ্ল্যামারাস উপস্থিতিতে অ্যানিমাল ছবিতে আলাদা করে নজর কেড়েছেন তিনি। নায়িকার জনপ্রিয়তা বেড়েছে রাতারাতি। সকলেই খুঁজছেন তিনি কে? (অ্যানিমাল ছবির দৃশ্য)
রণবীরের সঙ্গে নগ্ন-সাহসী দৃশ্য থেকে নিজের গ্ল্যামারাস উপস্থিতিতে অ্যানিমাল ছবিতে আলাদা করে নজর কেড়েছেন তিনি। নায়িকার জনপ্রিয়তা বেড়েছে রাতারাতি। সকলেই খুঁজছেন তিনি কে? (অ্যানিমাল ছবির দৃশ্য)
advertisement
3/9
শুধু স্ক্রিন প্রেজেন্সেই নজর কাড়েননি। রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য়েও বিছানায় জ্বেলেছেন আগুন। কামের সমুদ্রেই বিতর্কের সুনামি! উনত্রিশ বছরের উত্তরাখণ্ডের সুন্দরী বেডসিন বিতর্কে মুখ খুললেন।
শুধু স্ক্রিন প্রেজেন্সেই নজর কাড়েননি। রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য়েও বিছানায় জ্বেলেছেন আগুন। কামের সমুদ্রেই বিতর্কের সুনামি! উনত্রিশ বছরের উত্তরাখণ্ডের সুন্দরী বেডসিন বিতর্কে মুখ খুললেন।
advertisement
4/9
বলিউডে বেশ কয়েকটি ছবির পরেও চোখে পড়েননি তৃপ্তি। অ্যানিমাল ছবিতে রণবীরের 'ছোঁয়া' পেয়েই এখন জনপ্রিয়তার তুঙ্গে তৃপ্তি। রশ্মিকা মন্দানাকে ছবিতে পাঁচ গোল দিয়ে জাতীয় ক্রাশ নাকি এখন তৃপ্তিই।
বলিউডে বেশ কয়েকটি ছবির পরেও চোখে পড়েননি তৃপ্তি। অ্যানিমাল ছবিতে রণবীরের 'ছোঁয়া' পেয়েই এখন জনপ্রিয়তার তুঙ্গে তৃপ্তি। রশ্মিকা মন্দানাকে ছবিতে পাঁচ গোল দিয়ে জাতীয় ক্রাশ নাকি এখন তৃপ্তিই।
advertisement
5/9
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘মম’ সিনেমার মাধ্যমে তৃপ্তি দিমরি তাঁর কেরিয়ার শুরু করেন। তিনি শ্রীদেবী এবং নওয়াজউদ্দিনের সাথে ‘মম’-এ একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন।
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘মম’ সিনেমার মাধ্যমে তৃপ্তি দিমরি তাঁর কেরিয়ার শুরু করেন। তিনি শ্রীদেবী এবং নওয়াজউদ্দিনের সাথে ‘মম’-এ একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন।
advertisement
6/9
এর পরে তৃপ্তি সানি দেওল, ববি দেওল এবং শ্রেয়াস তালপড়ে অভিনীত মারাঠি ছবি ‘পোস্টার বয়েজ’-এর হিন্দি রিমেকেও অভিনয় করেছিলেন।
এর পরে তৃপ্তি সানি দেওল, ববি দেওল এবং শ্রেয়াস তালপড়ে অভিনীত মারাঠি ছবি ‘পোস্টার বয়েজ’-এর হিন্দি রিমেকেও অভিনয় করেছিলেন।
advertisement
7/9
কিন্তু তৃপ্তি সত্যিকারের স্বীকৃতি পান ইমতিয়াজ আলির ‘লায়লা মজনু’ থেকে। তৃপ্তি নেটফ্লিক্সের ‘বুলবুল’ এবং ‘কলা’ দুটি ছবিতেই মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন।
কিন্তু তৃপ্তি সত্যিকারের স্বীকৃতি পান ইমতিয়াজ আলির ‘লায়লা মজনু’ থেকে। তৃপ্তি নেটফ্লিক্সের ‘বুলবুল’ এবং ‘কলা’ দুটি ছবিতেই মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন।
advertisement
8/9
অভিনেত্রী অনুষ্কা শর্মার ভাই কর্ণেশের সঙ্গে সম্পর্কে ছিলেন তৃপ্তি দিমরি। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় চলছে তাঁদের বিচ্ছেদের কথা।
অভিনেত্রী অনুষ্কা শর্মার ভাই কর্ণেশের সঙ্গে সম্পর্কে ছিলেন তৃপ্তি দিমরি। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় চলছে তাঁদের বিচ্ছেদের কথা।
advertisement
9/9
ব্রেকআপের পর দুজনেই একে অপরকে আনফলো করে একে অপরের সঙ্গে থাকা ছবিগুলো ডিলিট করে দেন।
ব্রেকআপের পর দুজনেই একে অপরকে আনফলো করে একে অপরের সঙ্গে থাকা ছবিগুলো ডিলিট করে দেন।
advertisement
advertisement
advertisement