Dharmendra: ৬৪ বছর ধরে তিনি ধর্মেন্দ্র! এবার সেই চেনা নাম বদলালেন অভিনেতা? নতুন নাম জানেন কি?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
ধর্মেন্দ্র নামেই তাঁর বিপুল পরিচিতি। সেই নামই এবার বদলে ফেলতে চলেছেন অভিনেতা
ষাটের দশক থেকে বলিউডে রাজ করছেন তিনি। ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করার পর তিনি গোটা দেশের অগুনতি ভক্তকুলের প্রিয় নায়ক ধর্মেন্দ্র। ধর্মেন্দ্র নামেই তাঁর বিপুল পরিচিতি। তবে, সেই নামই বদলে ফেলতে চলেছেন অভিনেতা!
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’। শাহিদ কাপুর এবং কৃতি স্যানন অভিনীত এই ছবিতে শাহিদের দাদুর ভূমিকায় দেখা যাবে ধর্মেন্দ্র। তবে এই ছবিতে চেনা ধর্মেন্দ্র একটু বদলেছেন অভিনেতা। তেমনটাই জানাচ্ছে একটি জনপ্রিয় সর্বভারতীয় সংবাদমাধ্যম।
advertisement
advertisement
জানা গিয়েছে, এতদিনের চেনা নাম ধর্মেন্দ্র নয়, এই ছবিতে নিজের সম্পূর্ণ নাম ব্যবহার করেছেন প্রবীণ অভিনেতা। বাবা-মায়ের দেওয়া পুরো নাম লিখেছেন অভিনেতা। নিজের নামের মধ্যম অংশ এবং পদবী ব্যবহার করেছেন অভিনেতা। এই ছবিতে ধর্মেন্দ্রর নাম ধর্মেন্দ্র সিং দেওল।
পাঞ্জাবে জন্ম সুপারস্টার ধর্মেন্দ্রর। কিশান সিং দেওল এবং সতওন্ত কৌরের পুত্র ধর্মেন্দ্র। বলিউডে পা রাখার পর ধর্মেন্দ্র পুরো নাম না লিখে শুধুমাত্র ধর্মেন্দ্র ব্যবহার করতেন। তবে, এবার নিজের পুরো নাম ব্যবহার করলেন। যদিও ধর্মেন্দ্রর দুই পুত্র সানি দেওল এবং ববি দেওল তাঁদের পদবী ব্যবহার করেছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 10, 2024 3:07 PM IST