Bollywood Actor: পড়াশোনা ছেড়ে সেটে চা বানাতেন নায়ক, কেরিয়ারে ফ্লপ ছবির সংখ‍্যা ২৯! কে এই সুপারস্টার-পুত্র চিনতে পারছেন?

Last Updated:
তারকা পুত্র হয়েও নায়কের কেরিয়ারের শুরুটা মোটেই ভাল হয়নি। একের এক পর এক ছবি ফ্লপ হতে থাকে। কেরিয়ারে ২৯ টি ছবি ফ্লপ দিয়েছেন অভিনেতা।
1/7
মুম্বইয়ের মায়ানগরীতে তারকা হওয়ার বাসনায় আসে অনেকে। কেউ হয়তো তারকা পরিবারেরই সন্তান, কেউ আবার একেবারেই আনকোরা। বলিউডে সিনে দুনিয়ার প্রতিষ্ঠা পাওয়ার লড়াইতে সকলকেই সামিল হতে হয়। শূন‍্য থেকে কোটিপতি হয়ে ওঠা তারকাদের দেখেছে মুম্বই, আবার কোটিপতির সন্তান হয়ে অকালে বহু স্টার কিডকে হারিয়ে যেতেও দেখেছে।
মুম্বইয়ের মায়ানগরীতে তারকা হওয়ার বাসনায় আসে অনেকে। কেউ হয়তো তারকা পরিবারেরই সন্তান, কেউ আবার একেবারেই আনকোরা। বলিউডে সিনে দুনিয়ার প্রতিষ্ঠা পাওয়ার লড়াইতে সকলকেই সামিল হতে হয়। শূন‍্য থেকে কোটিপতি হয়ে ওঠা তারকাদের দেখেছে মুম্বই, আবার কোটিপতির সন্তান হয়ে অকালে বহু স্টার কিডকে হারিয়ে যেতেও দেখেছে।
advertisement
2/7
অভিনেতা বিখ‍্যাত তারকার পুত্র। তবে তারকা হওয়ার জন‍্য তাঁকেও লড়াই করতে হয়েছে। মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন তিনি। সেটে চা-ও তৈরি করেছেন। কেরিয়ারের শুরুতে একের পর এক ফ্লপ দিতে থাকেন নায়ক।
অভিনেতা বিখ‍্যাত তারকার পুত্র। তবে তারকা হওয়ার জন‍্য তাঁকেও লড়াই করতে হয়েছে। মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন তিনি। সেটে চা-ও তৈরি করেছেন। কেরিয়ারের শুরুতে একের পর এক ফ্লপ দিতে থাকেন নায়ক।
advertisement
3/7
তারকা পুত্র হয়েও নায়কের কেরিয়ারের শুরুটা মোটেই ভাল হয় নি। একের এক পর এক ছবি ফ্লপ হতে থাকে। কেরিয়ারে ২৯ টি ছবি ফ্লপ দিয়েছেন অভিনেতা। বহু ছবিতে শেষমেশ পার্শ চরিত্রে অভিনয় করতে শুরু করেন। তবে, ধীরে ধীরে তার কেরিয়ারের মোড় ঘুরতে থাকে।
তারকা পুত্র হয়েও নায়কের কেরিয়ারের শুরুটা মোটেই ভাল হয় নি। একের এক পর এক ছবি ফ্লপ হতে থাকে। কেরিয়ারে ২৯ টি ছবি ফ্লপ দিয়েছেন অভিনেতা। বহু ছবিতে শেষমেশ পার্শ চরিত্রে অভিনয় করতে শুরু করেন। তবে, ধীরে ধীরে তার কেরিয়ারের মোড় ঘুরতে থাকে।
advertisement
4/7
তার প্রথম একক হিট ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বান্টি অর বাবলি’। এখন নিশ্চই বুঝতে পারছেন, এই প্রতিবেদনে কোন অভিনেতার সম্পর্কে বলা হয়েছে। অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের কেরিয়ার শুরুটা মোটেই ভাল হয়নি। একসময় তাঁকে সেটের কাজও করতে হয়েছে।
তার প্রথম একক হিট ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বান্টি অর বাবলি’। এখন নিশ্চই বুঝতে পারছেন, এই প্রতিবেদনে কোন অভিনেতার সম্পর্কে বলা হয়েছে। অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের কেরিয়ার শুরুটা মোটেই ভাল হয়নি। একসময় তাঁকে সেটের কাজও করতে হয়েছে।
advertisement
5/7
করিনা কাপুরের সঙ্গে অভিষেকের প্রথম ছবি ‘রিফিউজি’ মোটেই ভাল ব‍্যবসা করতে পারেনি। তার পরবর্তী ৮ টি ছবি বক্স অফিসে শোচনীয়ভাবে ফ্লপ হয়। অভিনেতার প্রথম হিট ‘ধুম’। এরপর অবশ‍্য একাধিক হিট ছবিতে কাজ করেন অভিষেক। এক সাক্ষাত্‍কারে একবার তিনি তাঁর পরিবারে খারাপ সময়ের কথা জানিয়েছিলেন।
করিনা কাপুরের সঙ্গে অভিষেকের প্রথম ছবি ‘রিফিউজি’ মোটেই ভাল ব‍্যবসা করতে পারেনি। তার পরবর্তী ৮ টি ছবি বক্স অফিসে শোচনীয়ভাবে ফ্লপ হয়। অভিনেতার প্রথম হিট ‘ধুম’। এরপর অবশ‍্য একাধিক হিট ছবিতে কাজ করেন অভিষেক। এক সাক্ষাত্‍কারে একবার তিনি তাঁর পরিবারে খারাপ সময়ের কথা জানিয়েছিলেন।
advertisement
6/7
তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 'আমরা সেই সময় অনেক আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কারণ বাবা একটি কোম্পানি শুরু করেছিলেন, যাতে তাঁর প্রচুর লোকসান হয়েছিল। তখন আমার মনে হয়েছিল যে আমার পড়াশোনার চেয়ে আমার বাবাকে সাহায‍্য করা বেশি জরুরি।’’
তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 'আমরা সেই সময় অনেক আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কারণ বাবা একটি কোম্পানি শুরু করেছিলেন, যাতে তাঁর প্রচুর লোকসান হয়েছিল। তখন আমার মনে হয়েছিল যে আমার পড়াশোনার চেয়ে আমার বাবাকে সাহায‍্য করা বেশি জরুরি।’’
advertisement
7/7
অভিনেতা একবার বলেছিলেন যে চলচ্চিত্রে আসার আগে তিনি একজন প্রোডাকশন বয় হয়েছিলেন এবং চলচ্চিত্রের সেটে অভিনেতাদের জন্য চা বানাতেন। পরে, তিনি ইন্ডাস্ট্রিতে প্রযোজনা সহকারী এবং সহকারী পরিচালক হিসাবেও কাজ করেছিলেন।
অভিনেতা একবার বলেছিলেন যে চলচ্চিত্রে আসার আগে তিনি একজন প্রোডাকশন বয় হয়েছিলেন এবং চলচ্চিত্রের সেটে অভিনেতাদের জন্য চা বানাতেন। পরে, তিনি ইন্ডাস্ট্রিতে প্রযোজনা সহকারী এবং সহকারী পরিচালক হিসাবেও কাজ করেছিলেন।
advertisement
advertisement
advertisement