Victor Banerjee Health Update: সঙ্কটমুক্ত ভিক্টর বন্দ্যোপাধ্যায়, হাসপাতাল থেকে ফিরলেন বাড়িতে, এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Victor Banerjee Health Update: শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল৷ আপতত হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন টলিপাড়ার বর্ষীয়ান অভিনেতা৷
কলকাতা: টলিউডের সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ গত বুধবার অর্থাৎ স্বাধীনতা দিবসের আগের দিন ১৪ অগাস্ট গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়৷ তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে৷ এই খবর জানাজানি হতেই উদ্বেগ বেড়েছিল ভক্তদের মধ্যে, এখন কেমন আছে অভিনেতা? আগের থেকে অনেকটাই সুস্থ আছেন অভিনেতা৷ শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল৷ আপতত হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে অভিনেতাকে৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন টলিপাড়ার বর্ষীয়ান অভিনেতা৷
সূত্র থেকে জানা গেছিল, মুসৌরিতে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা৷ তড়িঘড়ি করে তাঁকে দেরাদুনের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তারপরই শুরু হয়েছে চিকিৎসা৷ তবে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমে চিকিৎসকেরা আশঙ্কা করেছিলেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন তবে পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তাঁর ব্লাড প্রেসার অনেকটাই কমে গেছে৷
advertisement
advertisement
হাসপাতাল সূত্রের খবর,আপাতত অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল৷ আগের থেকে অনেকটাই ভাল আছেন ভিক্টর৷ আইসিইউ থেকে জেনারেল বেডে দেওয়া হয় অভিনেতাকে। তারপর শনিবার ১৮ অগাস্ট হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে। বর্তমানে তিনি দেরাদুনে রয়েছেন বলেই জানিয়েছেন তাঁর ম্যানেজার।
advertisement
অভিনেতার শারীরিক অসুস্থতার খবর শোনা মাত্রই চিন্তায় পড়েছেন ভক্তরা৷ এর আগেও ২০২২ সালে ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়৷ তবে সেসময় তেমন কোনও জটিলতা ছিল না বলে জানিয়েছিল পরিবার৷ কিন্তু সেই এক বছরই ভিক্টর কোভিড ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে৷ আপাতত সকল ভক্তরাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 19, 2024 1:43 PM IST