June Aunty: নিজেকে শূন্যে ভাসিয়ে দিলেন ঊষসী, ভিডিয়ো দেখে হতবাক নেটিজেনরা

Last Updated:

সামাজিক মাধ্যমে মাঝে মাঝেই যোগাভ্যাস অনুশীলনের ছবি ও ভিডিয়ো শেয়ার করেন ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty) ৷ তাঁর শারীরিক কসরতে মুগ্ধ নেটিজেনরা ৷

কলকাতা : অভিনয়ের সঙ্গে তাঁর অন্যতম শখ শরীরচর্চা ৷ সামাজিক মাধ্যমে মাঝে মাঝেই যোগাভ্যাস অনুশীলনের ছবি ও ভিডিয়ো শেয়ার করেন ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty) ৷ তাঁর শারীরিক কসরতে মুগ্ধ নেটিজেনরা ৷ তবে এ বার তিনি একটি ভিডিয়ো দিয়েছেন, যা দেখে নেটিজেনরা কার্যত হতভম্ব ৷ জুন আন্টির কেরামতিতে তাজ্জব সকলে ৷
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে জুন আন্টি ‘পার্টনার যোগাভ্যাস’ চর্চা করছেন ৷ জিমে তাঁর অনুশীলনের সঙ্গী প্রশিক্ষক নিজে ৷ প্রশিক্ষকের হাত ও পায়ের উপর শরীরের ভার সম্পূর্ণ ছেড়ে নিজের দেহ কার্যত শূন্যে ভাসিয়ে দিলেন জুন ৷ ভিডিয়োর ক্যাপশনে ঊষসী লিখেছেন, ‘দ্য হিলিং টাচ’৷ অভিনেত্রী মনে করেন, সাহসী হওয়ার অর্থ হল স্বতঃস্ফূর্ত হওয়া ৷
advertisement
জুন আন্টির কেরামতি দেখে নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ ৷ তাঁরা স্বীকার করেছেন তাঁর কাজের গণ্ডি বহুধা বিস্তৃত ৷ ইতিমধ্যে অনেক বার ফেসবুক লাইভে গান শুনিয়েছেন তিনি ৷ থেমে থাকেননি সেখানেই ৷ শুরু করেছেন নিজস্ব ইউটিউব চ্যানেল ৷
advertisement
ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিয়োতে ঊষসী গেয়েছেন কবীর সুমনের গান, ‘নীল নীল আকাশের কাছে আজ যাওয়া চাই’ ৷ তবে গানটি বেশি পরিচিত ‘সাড়া দাও, উদাসীন থেকো না’ এই পঙক্তিটিতে ৷ ঊষসী এর আগে জানিয়েছিলেন, এটি তাঁর প্রিয় গান ৷ ফেসবুক লাইভে গানটি গেয়েওছিলেন ৷ ইউটিউব চ্যানেলের প্রথম বিষয় হিসেবে তাই বেছে নিয়েছেন প্রিয় গানকেই ৷
advertisement
একবার ফেসবুক লাইভে শিল্পী বলেছিলেন স্কুলজীবনে তাঁর আবৃত্তি জনপ্রিয় ছিল ৷ নেটিজেনরা তাঁর কাছে আবৃত্তি শুনতেও চেয়েছেন ৷ জানিয়েছেন, ইউটিউব চ্যানেলে থাকবে আবৃত্তিও ৷ তাঁর এই মঞ্চ গান, কবিতা ও সাহিত্যচর্চার ৷ প্রস্তুতিতেও কোনও খামতি রাখতে চান না তিনি ৷ বাড়িতে এসেছে নতুন হারমোনিয়াম ৷ যেমন আসত ছোটবেলায় ৷ সে ছবিও তিনি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে ৷ পর্দায় ‘শ্রীময়ী-র খলনায়িকার বাস্তব জীবন এভাবেই ভরা সৃজনশীলতায় ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
June Aunty: নিজেকে শূন্যে ভাসিয়ে দিলেন ঊষসী, ভিডিয়ো দেখে হতবাক নেটিজেনরা
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement