June Aunty: নিজেকে শূন্যে ভাসিয়ে দিলেন ঊষসী, ভিডিয়ো দেখে হতবাক নেটিজেনরা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
সামাজিক মাধ্যমে মাঝে মাঝেই যোগাভ্যাস অনুশীলনের ছবি ও ভিডিয়ো শেয়ার করেন ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty) ৷ তাঁর শারীরিক কসরতে মুগ্ধ নেটিজেনরা ৷
কলকাতা : অভিনয়ের সঙ্গে তাঁর অন্যতম শখ শরীরচর্চা ৷ সামাজিক মাধ্যমে মাঝে মাঝেই যোগাভ্যাস অনুশীলনের ছবি ও ভিডিয়ো শেয়ার করেন ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty) ৷ তাঁর শারীরিক কসরতে মুগ্ধ নেটিজেনরা ৷ তবে এ বার তিনি একটি ভিডিয়ো দিয়েছেন, যা দেখে নেটিজেনরা কার্যত হতভম্ব ৷ জুন আন্টির কেরামতিতে তাজ্জব সকলে ৷
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে জুন আন্টি ‘পার্টনার যোগাভ্যাস’ চর্চা করছেন ৷ জিমে তাঁর অনুশীলনের সঙ্গী প্রশিক্ষক নিজে ৷ প্রশিক্ষকের হাত ও পায়ের উপর শরীরের ভার সম্পূর্ণ ছেড়ে নিজের দেহ কার্যত শূন্যে ভাসিয়ে দিলেন জুন ৷ ভিডিয়োর ক্যাপশনে ঊষসী লিখেছেন, ‘দ্য হিলিং টাচ’৷ অভিনেত্রী মনে করেন, সাহসী হওয়ার অর্থ হল স্বতঃস্ফূর্ত হওয়া ৷
advertisement
জুন আন্টির কেরামতি দেখে নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ ৷ তাঁরা স্বীকার করেছেন তাঁর কাজের গণ্ডি বহুধা বিস্তৃত ৷ ইতিমধ্যে অনেক বার ফেসবুক লাইভে গান শুনিয়েছেন তিনি ৷ থেমে থাকেননি সেখানেই ৷ শুরু করেছেন নিজস্ব ইউটিউব চ্যানেল ৷
advertisement
ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিয়োতে ঊষসী গেয়েছেন কবীর সুমনের গান, ‘নীল নীল আকাশের কাছে আজ যাওয়া চাই’ ৷ তবে গানটি বেশি পরিচিত ‘সাড়া দাও, উদাসীন থেকো না’ এই পঙক্তিটিতে ৷ ঊষসী এর আগে জানিয়েছিলেন, এটি তাঁর প্রিয় গান ৷ ফেসবুক লাইভে গানটি গেয়েওছিলেন ৷ ইউটিউব চ্যানেলের প্রথম বিষয় হিসেবে তাই বেছে নিয়েছেন প্রিয় গানকেই ৷
advertisement
একবার ফেসবুক লাইভে শিল্পী বলেছিলেন স্কুলজীবনে তাঁর আবৃত্তি জনপ্রিয় ছিল ৷ নেটিজেনরা তাঁর কাছে আবৃত্তি শুনতেও চেয়েছেন ৷ জানিয়েছেন, ইউটিউব চ্যানেলে থাকবে আবৃত্তিও ৷ তাঁর এই মঞ্চ গান, কবিতা ও সাহিত্যচর্চার ৷ প্রস্তুতিতেও কোনও খামতি রাখতে চান না তিনি ৷ বাড়িতে এসেছে নতুন হারমোনিয়াম ৷ যেমন আসত ছোটবেলায় ৷ সে ছবিও তিনি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে ৷ পর্দায় ‘শ্রীময়ী-র খলনায়িকার বাস্তব জীবন এভাবেই ভরা সৃজনশীলতায় ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 29, 2021 7:32 PM IST