Urvashi Rautela: খোয়া গেল সোনার Iphone! ভারত-পাক ম্যাচ দেখতে গিয়ে বিপাকে ঊর্বশী, X-এ হাহাকার নায়িকার
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Urvashi Rautela: শনিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তানের মধ্যে বিশ্বকাপের ম্যাচ খেলা হয়। আহমেদাবাদের সেই স্টেডিয়ামেই এই কাণ্ড ঘটেছে বলে দাবি করলেন ঊর্বশী।
গুজরাত: ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে গিয়ে বিপাকে অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। ২৪ ক্যারাটের সোনার আইফোন খোয়া গেল স্টেডিয়াম থেকেই। পুলিশে অভিযোগ দায়ের করেই সোশ্যাল মিডিয়ায় হারানোর খবর দিলেন বলি তারকা। ফোনের জন্য হাহাকার প্রকাশ পেল তাঁর পোস্টে।
শনিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তানের মধ্যে বিশ্বকাপের ম্যাচ খেলা হয়। আহমেদাবাদের সেই স্টেডিয়ামেই এই কাণ্ড ঘটেছে বলে দাবি করলেন ঊর্বশী।
advertisement
রবিবার, উর্বশী তাঁর এক্স (পূর্বে যা ট্যুইটার নামে পরিচিত ছিল) হ্যান্ডেলে একটি এফআইআর রিপোর্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘আমার ২৪ ক্যারেটের আসল সোনার ফোন হারিয়েছি, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে! যদি কেউ এটি দেখতে পান, দয়া করে সাহায্য করুন। শীঘ্রই আমার সঙ্গে যোগাযোগ করুন!’
advertisement
📱 Lost my 24 carat real gold i phone at Narendra Modi Stadium, Ahmedabad! 🏟️ If anyone comes across it, please help. Contact me ASAP! 🙏 #LostPhone #AhmedabadStadium #HelpNeeded #indvspak@modistadium @ahmedabadpolice
Tag someone who can help pic.twitter.com/2OsrSwBuba— URVASHI RAUTELA🇮🇳 (@UrvashiRautela) October 15, 2023
advertisement
সদ্য যশ চোপড়ার বাড়ির পাশে একটি বিলাসবহুল বাংলো কিনেছেন অভিনেত্রী। সম্পত্তির মূল্য ১৯০ কোটি টাকা। মুম্বইয়ের কেন্দ্রে অবস্থিত এই দুর্দান্ত প্রাসাদে চারটি স্তর রয়েছে। রিপোর্ট অনুসারে, উর্বশীর বিলাসবহুল বাংলোতে একটি বাগান, জিম এবং দারুণ ইন্টিরিয়র ডিজাইন করা রয়েছে। দুই থেকে তিন মাস হয়ে গিয়েছে তিনি সেই বাড়িতে থাকছেন, অথচ সেই বাংলোটি নিয়ে খুব বেশি কথা বলছেন না সোশ্যাল মিডিয়ায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 15, 2023 10:53 PM IST