Urfi Javed: উর্ফির বুকে যখন বসল মাছি!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ভিডিওটি শুরুর মধ্যেই রয়েছে চমক৷ হাতে মাছি ধরে উর্ফি কিছু বোঝাতে চেয়েছেন যে তাঁর পোশাক কেমন হতে চলছে৷ তারপরই চলে আসে সেই অভিনব পোশাক!
মুম্বই: পোশাক তো নয় যেন বলিহারি ব্যাপার৷ উর্ফি জাভেদ মানেই নানা ধরনের পোশাক যা নিয়ে তিনি সর্বদা চর্চায়৷ ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যায় তিনি অনেক তাবড় সেলিব্রেটিকে টপকে গিয়েছেন৷ আর যাবেন না কেন৷ সবসময় তিনি এক সে বড় কর এক পোশাকে তুলে ধরছেন তাঁর নিটোল শরীর৷ এবারের চমক মাছি পোশাক!
সারা শরীর জুড়ে রয়েছে মাছির দল! আর বিশেষ করে তাঁর স্তনের উপর মাছি আকারের অদ্ভূত আস্তরণ!ভিডিও নিজেই শেয়ার করেছেন উর্ফি৷ তাঁর জ্যাকেটে রয়েছে মাছি প্রিন্ট৷ সত্যিই এমন ভাবনা উর্ফির পক্ষেই সম্ভব৷ এবারও তাঁর এই ভিডিও হুহু করে ভাইরাল হয়েছে৷
advertisement
advertisement
ভিডিওটি শুরুর মধ্যেই রয়েছে চমক৷ হাতে মাছি ধরে উর্ফি কিছু বোঝাতে চেয়েছেন যে তাঁর পোশাক কেমন হতে চলছে৷ তারপরই চলে আসে সেই অভিনব পোশাক! সেখানেই দেখা যায় উর্ফির সাদা জ্যাকেট, সাদা ট্রাউজারে মাছি প্রিন্ট৷ তবে নজর কাড়ে উর্ফি স্টাইল৷ কারণ তিনি জ্যাকেট সরিয়ে দেখান যে তাঁর বুকের উপরও রয়েছে সেই একই মাছির ছোপ!
advertisement
advertisement
ইনস্টাগ্রাম সেনসেশন Urfi Javed! তাঁর পোশাক নিয়ে চর্চা হয় প্রবল৷ হবে না কেন! কখনও কাঁচে জামা, কখন প্লাস্টিকের ড্রেস, মডেল-অভিনেতা উর্ফির পোশাক যেন চূড়ান্ত অদ্ভূতুরে৷ যার জন্য তিনি নজরও কাড়ছেন৷তাঁর ফ্যাশন নিয়ে তো কথা বলার নেই৷ কখন যে কী পরছেন তা বুঝে ওঠা দায়৷ আর এই সব পোশাক পরে বিতর্ক তৈরি করে তিনি বাড়িয়ে ফলছেন তাঁর ভক্তের সংখ্যা৷ হু হু করে বেড়ে যাচ্ছে ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা৷সেই থেকে বাড়ছে তাঁর আয়৷ এভাবেই দিনের পর দিন নিজের পোশাকের মাধ্যমে সকলকে মজিয়ে রাখছেন উর্ফি৷
advertisement
বিগ বসের মঞ্চ থেকে উঠে আসেন উর্ফি৷ তবে আপাতত তিনি সোশ্যাল মিডিয়া সেনসেশন৷ ফ্যাশন দুনিয়ায় নিজের পরিচয় তৈরি করে ফেলেছেন উর্ফি৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2023 9:08 PM IST