Urfi Javed: উর্ফির বুকে যখন বসল মাছি!

Last Updated:

ভিডিওটি শুরুর মধ্যেই রয়েছে চমক৷ হাতে মাছি ধরে উর্ফি কিছু বোঝাতে চেয়েছেন যে তাঁর পোশাক কেমন হতে চলছে৷ তারপরই চলে আসে সেই অভিনব পোশাক!

মুম্বই: পোশাক তো নয় যেন বলিহারি ব্যাপার৷ উর্ফি জাভেদ মানেই নানা ধরনের পোশাক যা নিয়ে তিনি সর্বদা চর্চায়৷ ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যায় তিনি অনেক তাবড় সেলিব্রেটিকে টপকে গিয়েছেন৷ আর যাবেন না কেন৷ সবসময় তিনি এক সে বড় কর এক পোশাকে তুলে ধরছেন তাঁর নিটোল শরীর৷ এবারের চমক মাছি পোশাক!
সারা শরীর জুড়ে রয়েছে মাছির দল! আর বিশেষ করে তাঁর স্তনের উপর মাছি আকারের অদ্ভূত আস্তরণ!ভিডিও নিজেই শেয়ার করেছেন উর্ফি৷ তাঁর জ্যাকেটে রয়েছে মাছি প্রিন্ট৷ সত্যিই এমন ভাবনা উর্ফির পক্ষেই সম্ভব৷ এবারও তাঁর এই ভিডিও হুহু করে ভাইরাল হয়েছে৷
advertisement
advertisement
ভিডিওটি শুরুর মধ্যেই রয়েছে চমক৷ হাতে মাছি ধরে উর্ফি কিছু বোঝাতে চেয়েছেন যে তাঁর পোশাক কেমন হতে চলছে৷ তারপরই চলে আসে সেই অভিনব পোশাক! সেখানেই দেখা যায় উর্ফির সাদা জ্যাকেট, সাদা ট্রাউজারে মাছি প্রিন্ট৷ তবে নজর কাড়ে উর্ফি স্টাইল৷ কারণ তিনি জ্যাকেট সরিয়ে দেখান যে তাঁর বুকের উপরও রয়েছে সেই একই মাছির ছোপ!
advertisement

View this post on Instagram

A post shared by Uorfi (@urf7i)

advertisement
ইনস্টাগ্রাম সেনসেশন Urfi Javed! তাঁর পোশাক নিয়ে চর্চা হয় প্রবল৷ হবে না কেন! কখনও কাঁচে জামা, কখন প্লাস্টিকের ড্রেস, মডেল-অভিনেতা উর্ফির পোশাক যেন চূড়ান্ত অদ্ভূতুরে৷ যার জন্য তিনি নজরও কাড়ছেন৷তাঁর ফ্যাশন নিয়ে তো কথা বলার নেই৷ কখন যে কী পরছেন তা বুঝে ওঠা দায়৷ আর এই সব পোশাক পরে বিতর্ক তৈরি করে তিনি বাড়িয়ে ফলছেন তাঁর ভক্তের সংখ্যা৷ হু হু করে বেড়ে যাচ্ছে ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা৷সেই থেকে বাড়ছে তাঁর আয়৷ এভাবেই দিনের পর দিন নিজের পোশাকের মাধ্যমে সকলকে মজিয়ে রাখছেন উর্ফি৷
advertisement
বিগ বসের মঞ্চ থেকে উঠে আসেন উর্ফি৷ তবে আপাতত তিনি সোশ্যাল মিডিয়া সেনসেশন৷ ফ্যাশন দুনিয়ায় নিজের পরিচয় তৈরি করে ফেলেছেন উর্ফি৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Urfi Javed: উর্ফির বুকে যখন বসল মাছি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement