Viral Video: হাততালি দিতেই খুলে গেল পোশাক, তারপর যা বেরিয়ে এল...দেখলে ঘুম উড়ে যাবে আপনার

Last Updated:

Viral Video: হাততালি মারলেই খুলে যাচ্ছে পোশাকের এক একটা অংশ, তারপরেই বেরিয়ে এল আসল পোশাক৷ কালো রঙের নেটের পোশাকে তাক লাগিয়ে দিয়েছেন উরফি৷ যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷

হাততালি দিতেই খুলে গেল পোশাক, তারপর যা বেরিয়ে এল...  দেখলে ঘুম উড়ে যাবে আপনার
হাততালি দিতেই খুলে গেল পোশাক, তারপর যা বেরিয়ে এল... দেখলে ঘুম উড়ে যাবে আপনার
মুম্বই: প্রতিদিনই নতুন নতুন পোশাকের আইডিয়া নিয়ে হাজির হন উরফি জাভেদ৷ তবে এমন অভিনব কায়দা এর আগে কখনও করেননি উরফি জাভেদ৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ভক্তদের চমকে দিয়েছেন ফ্যাশনের রানি৷
উরফির শেয়ার করা ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সাদা রঙের ফুল স্লিভ একটি শার্ট পরে দাঁড়িয়ে রয়েছেন ফ্যাশনিস্তা৷ অনেকেই ভাবতে পারেন এ আবার এমন নতুন কি, হামেশাই এই ধরনের পোশাক পরে থাকেন তিনি৷ এখানেই রয়েছে আসল টুইস্ট৷ হাততালি মারলেই খুলে যাচ্ছে পোশাকের এক একটা অংশ, তারপরেই বেরিয়ে এল আসল পোশাক৷ কালো রঙের নেটের পোশাকে তাক লাগিয়ে দিয়েছেন উরফি৷ যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷
advertisement

View this post on Instagram

A post shared by Uorfi (@urf7i)

advertisement
advertisement
ফ্যাশনিস্তা উরফি জাভেদকে নিয়ে চর্চা ক্রমশ বেড়েই চলেছে৷ বর্তমানে মায়ানগরীর অন্যতম চর্চিত তারকা উরফি জাভেদ৷ হামেশাই নেটদুনিয়ায় উদ্ভট পোশাক পরে ভক্তদের চমকে দেন তিনি৷ উরফির সাহসী অবতার দেখার জন্য যেমন মুখিয়ে থাকেন ভক্তরা ৷ এবার পুরো অন্য অবতারে ভক্তদের চমকে দিলেন ফ্যাশন কুইন৷ উরফির এই নয়া অবতার দেখা মাত্রই কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ পোশাক নিয়ে আপনার চিন্তাভাবনা যেখানে শেষ হয়, সেখান থেকেই উরফি ছুরি-কাঁচি চালাতে শুরু করেন৷ তাকে ট্রোল করুন কিংবা ঘৃণা করুন কিন্তু তাকে উপেক্ষা করতে পারবেন না। নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন ফ্যাশনিস্তা । বিশেষ করে শিরোনামে থাকতেই খুল্লামখুল্লা হওয়াটা যেন জলভাত তাঁর কাছে।
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: হাততালি দিতেই খুলে গেল পোশাক, তারপর যা বেরিয়ে এল...দেখলে ঘুম উড়ে যাবে আপনার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement