Viral Video|Shah Rukh Khan: ভরদুপুরে দিল্লির ছোট গলিতে কী করছেন 'শাহরুখ'? ছবি দেখে আপনিও ভুল করলেন না তো
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Viral Video|Shah Rukh Khan: ভরদুপুর বেলা দিল্লির রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন শাহরুখ খান৷ কথাটা শুনে চোখ কপালে উঠলেও ভাইরাল ভিডিও দেখে আপনিও তেমনটাই মনে করবেন৷
কাঠফাটা রোদে ভরদুপুর বেলা দিল্লির রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন শাহরুখ খান৷ কথাটা শুনে চোখ কপালে উঠলেও ভাইরাল ভিডিও দেখে আপনিও তেমনটাই মনে করবেন৷ চোখে রোদচশমা, পরনে ডেনিম জিন্স, চেক টি-শার্ট পরে দেখা মিলল বাদশার৷ সবকিছু ঠিক থাকলেও বয়সটাও কীভাবে একলাফে অনেকটা কমে গেল তা নিয়ে জল্পনা তুঙ্গে৷
একটু ভাল করে লক্ষ্য করতেই দেখা গেলে, এ তো বাদশা নয়, হুবহু যেন শাহরুখ খানের ফোটোকপি৷ অবিকল শাহরুখের মতো দেখতে ব্যক্তিকে নিয়েই তোলপাড় নেটদুনিয়া ‘ফটোকপি’ তো অনেকেই হন, কিন্তু এ তো অবিকল শাহরুখ। বলিউডের বাদশার হামসকলের ছবিতেই মজেছেন নেটিজেনরা। শাহরুখের সঙ্গে এতটাই মিল যে তাকে খবরের শিরোনামে নিয়ে এসেছে।
advertisement
advertisement
বলি তারকাদের হামশকল-দের ছবি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। সলমন ,ঐশ্বর্য, আলিয়া, করিনা কাপুর সকলের ডুপ্লিকেটদের নিয়ে সর্বদাই চর্চা চলে৷ এবার শাহরুখের পালা। একঝলকে দেখলে চেনা দায়। শাহরুখের মতো দেখতে এই ব্যক্তির নাম সুরজ কুমার৷ যিনি ছোটা শাহরুখ নামেই বেশি পরিচিত৷ সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই এই ভিডিও পোস্ট করেছেন, যা ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷ সেখানেই একাধিক মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷ কেউ বলছেন এ তো পুরো শাহরুখ৷ আবার কেউ দাবি করেছেন, নব্বইয়ের দশকের শাহরুখ আবার ফিরে এসেছেন৷ কলকাতার ছেলে সুরজ এখন ঝাড়খন্ডে থাকেন৷ সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়ারের সংখ্যাও আকাশছোঁয়া৷ প্রায় দেড় লক্ষের বেশি অনুগামী রয়েছে তাঁর৷ প্রায় ১৮০০-র বেশি ভিডিও রয়েছে তার ইনস্টাগ্রামে৷ শাহরুখের বহু ছবির সংলাপেও লিপ মিলিয়েছেন তিনি, যা ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2023 2:26 PM IST