Viral Video|Shah Rukh Khan: ভরদুপুরে দিল্লির ছোট গলিতে কী করছেন 'শাহরুখ'? ছবি দেখে আপনিও ভুল করলেন না তো

Last Updated:

Viral Video|Shah Rukh Khan: ভরদুপুর বেলা দিল্লির রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন শাহরুখ খান৷ কথাটা শুনে চোখ কপালে উঠলেও ভাইরাল ভিডিও দেখে আপনিও তেমনটাই মনে করবেন৷

ভরদুপুরে দিল্লির ছোট গলিতে কী করছেন 'শাহরুখ'? ছবি দেখে আপনিও ভুল করলেন না তো
ভরদুপুরে দিল্লির ছোট গলিতে কী করছেন 'শাহরুখ'? ছবি দেখে আপনিও ভুল করলেন না তো
কাঠফাটা রোদে ভরদুপুর বেলা দিল্লির রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন শাহরুখ খান৷ কথাটা শুনে চোখ কপালে উঠলেও ভাইরাল ভিডিও দেখে আপনিও তেমনটাই মনে করবেন৷ চোখে রোদচশমা, পরনে ডেনিম জিন্স, চেক টি-শার্ট পরে দেখা মিলল বাদশার৷ সবকিছু ঠিক থাকলেও বয়সটাও কীভাবে একলাফে অনেকটা কমে গেল তা নিয়ে জল্পনা তুঙ্গে৷
একটু ভাল করে লক্ষ্য করতেই দেখা গেলে, এ তো বাদশা নয়, হুবহু যেন শাহরুখ খানের ফোটোকপি৷ অবিকল শাহরুখের মতো দেখতে ব্যক্তিকে নিয়েই তোলপাড় নেটদুনিয়া ‘ফটোকপি’ তো অনেকেই হন, কিন্তু এ তো অবিকল শাহরুখ। বলিউডের বাদশার হামসকলের ছবিতেই মজেছেন নেটিজেনরা। শাহরুখের সঙ্গে এতটাই মিল যে তাকে খবরের শিরোনামে নিয়ে এসেছে।
advertisement
advertisement
বলি তারকাদের হামশকল-দের ছবি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। সলমন ,ঐশ্বর্য, আলিয়া, করিনা কাপুর সকলের ডুপ্লিকেটদের নিয়ে সর্বদাই চর্চা চলে৷ এবার শাহরুখের পালা। একঝলকে দেখলে চেনা দায়। শাহরুখের মতো দেখতে এই ব্যক্তির নাম সুরজ কুমার৷ যিনি ছোটা শাহরুখ নামেই বেশি পরিচিত৷ সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই এই ভিডিও পোস্ট করেছেন, যা ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷ সেখানেই একাধিক মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷ কেউ বলছেন এ তো পুরো শাহরুখ৷ আবার কেউ দাবি করেছেন, নব্বইয়ের দশকের শাহরুখ আবার ফিরে এসেছেন৷ কলকাতার ছেলে সুরজ এখন ঝাড়খন্ডে থাকেন৷ সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়ারের সংখ্যাও আকাশছোঁয়া৷ প্রায় দেড় লক্ষের বেশি অনুগামী রয়েছে তাঁর৷ প্রায় ১৮০০-র বেশি ভিডিও রয়েছে তার ইনস্টাগ্রামে৷ শাহরুখের বহু ছবির সংলাপেও লিপ মিলিয়েছেন তিনি, যা ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video|Shah Rukh Khan: ভরদুপুরে দিল্লির ছোট গলিতে কী করছেন 'শাহরুখ'? ছবি দেখে আপনিও ভুল করলেন না তো
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement