Janhvi Kapoor: গায়ে তোয়ালে জড়িয়ে এ কী করছেন জাহ্নবী! দেখলে চমকে উঠবেন, মুহূর্তে ভাইরাল

Last Updated:

Janhvi Kapoor: এই মুহূর্তে ভ্যাকেশন মুডে রয়েছেন জাহ্নবী ও খুশি কাপুর৷ বাবা বনি কাপুরের সঙ্গে দুবাইতে বেড়াতে গেছেন অভিনেত্রী৷ সেখান থেকে ছবি পোস্ট করতেই চরম সমালোচনার মুখে পড়লেন জাহ্নবী কাপুর৷

গায়ে তোয়ালে জড়িয়ে বাবার সামনে এ কী করছেন জাহ্নবী! দেখলে চমকে উঠবেন, মুহূর্তে ভাইরাল
গায়ে তোয়ালে জড়িয়ে বাবার সামনে এ কী করছেন জাহ্নবী! দেখলে চমকে উঠবেন, মুহূর্তে ভাইরাল
মুম্বই: শ্রীদেবী কন্যা হিসেবে বি-টাউনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় আজ প্রতিষ্ঠিত জাহ্নবী কাপুর। নেটদুনিয়ার হট সেনসেশন জাহ্নবীকে ফের শিরোনামে উঠে এলেন৷ এই মুহূর্তে ভ্যাকেশন মুডে রয়েছেন জাহ্নবী ও খুশি কাপুর৷ বাবা বনি কাপুরের সঙ্গে দুবাইতে বেড়াতে গেছেন অভিনেত্রী৷ সেখান থেকে ছবি পোস্ট করতেই চরম সমালোচনার মুখে পড়লেন জাহ্নবী কাপুর৷
সম্প্রতি বনি কাপুর নিজের সোশ্যাল মিডিয়ায় দুই মেয়ে জাহ্নবী ও খুশি কাপুরের সঙ্গে ছবি পোস্ট করেছেন৷ ছবি দেখা মাত্রই ধেয়ে এসেছে কটাক্ষ৷ ছবিতে দেখা যাচ্ছে নীল ও সাদা রঙের তোয়ালে দিয়ে নিজেকে মুড়ে নিয়েছেন জাহ্নবী কাপুর৷ খুশি কাপুরকে কালো রঙের বিকিনি ও সাদা শার্ট পরে দেখা গেছে৷ দুই মেয়ের মাঝখানে নীল রঙের পোশাক, কালো রোদচশমা, মাথায় টুপি পরে দেখা গেছে৷ এই ছবি ভাইরাল হতেই কমেন্টের বন্যা বয়ে গেছে৷
advertisement

View this post on Instagram

A post shared by Boney.kapoor (@boney.kapoor)

advertisement
advertisement
নিজেদের মেয়েদের ছবি পোস্ট করে বনি কাপুর ক্যাপশনে লেখেন আমার ওয়াটার বেবিজ৷ দারুণ সাঁতারের পর দুবাইয়ের ছবি৷ অংশুলা মনে হয় অন্য কোথাও মজা করছিল৷ বাবার পাশে বিকিনি কিংবা তোয়ালে জড়িয়ে দুই মেয়েকে দেখা মাত্রই নেটিজেনরা ফুঁসে উঠেছেন৷ একজন নেটিজেন কমেন্টে লিখেছেন, বিকিনি পরে বাবার সঙ্গে ছবি, আমাদের সংস্কৃতিতে কি এইসব মানায়৷ অন্য একজন লিখেছেন, নিজের মেয়েদের সঙ্গে এই ধরনের পোশাক পরে ছবি তোলেন কী করে৷ একাধিক কুরুচিকর মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা৷ তবে পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নট জাহ্নবী কাপুর৷ উল্লেখ্য, এই প্রথমবার দক্ষিণী ছবিতে দেখা যেতে চলেছে । যার জন্য একেবারে মুখিয়ে রয়েছেন ভক্তরা।  প্রথমবার কোনও সর্বভারতীয় ছবিতে দেখা যেতে চলেছে জাহ্নবীকে। ‘এনটিআর ৩০’ ছবিতে এনটিআর জুনিয়র-এর সঙ্গে প্রথমবার কাজ করতে চলেছেন জাহ্নবী কাপুর। দক্ষিণের লিডিং হিরোর সঙ্গে পর্দা শেয়ার করে ভীষণ উচ্ছ্বসিত জাহ্নবী।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Janhvi Kapoor: গায়ে তোয়ালে জড়িয়ে এ কী করছেন জাহ্নবী! দেখলে চমকে উঠবেন, মুহূর্তে ভাইরাল
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement