Uorfi Javed New GirlFriend: সমকামী উরফি জাভেদ? জাপটে ধরে কামড়ালেন রহস্যময়ী নারীর ঠোঁট, তাহলে কী...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Uorfi Javed New GirlFriend: উরফি জাভেদ এর আগে তাঁর অনেক সাক্ষাত্কারে উল্লেখ করেছেন যে তিনি বহু বছর ধরে কোনও পুরুষকে চুম্বন করেননি।
মুম্বই: উর্ফি জাভেদ মানেই যে নিত্য নতুন জামা কাপড়ের চমক, সে কথা জেনে গিয়েছেন সকলে৷ নিজেই এভাবে পোশাকে সেজে উর্ফি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ আর এভাবেই নিজের আয়ের উৎস খুঁজে নিয়েছেন উর্ফি জাভেদ৷ এই পোশাক পরে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি প্রচুর টাকা আয় করেন৷ তাই নিজেকে নতুনভাবে সাজাতে সর্বদা ব্যস্ত উর্ফি জাভেদ৷
সম্প্রতি গুঞ্জন, উরফি জাভেদের জীবনে হয়তো নতুন প্রেম এসেছে। বেশ কিছুদিন ধরে সিঙ্গল এই অভিনেত্রী তথা বিগ-বস ফেম কাজল ত্যাগী নামে এক মহিলার সঙ্গে ডেট করছেন বলে জানা গিয়েছে। উরফি এর আগে কুন্ডলি ভাগ্যের অভিনেতা পারস কালনাওয়াতের সঙ্গে সম্পর্কে ছিলেন।
উরফি জাভেদ এর আগে তাঁর অনেক সাক্ষাত্কারে উল্লেখ করেছেন যে তিনি বহু বছর ধরে কোনও পুরুষকে চুম্বন করেননি। ফলে তাঁর যৌনজীবন নিয়ে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, অভিনেত্রী তাঁর ঘনিষ্ঠ বন্ধু কাজল ত্যাগীকে ডেট করছেন। তিনি একজন অভিনেত্রী এবং একজন সামাজিক মিডিয়া প্রভাবশালী। কাজলকে বারবার সোশ্যাল মিডিয়ায় উওরফির সাহসী পোশাকের হয়ে কথা বলতে দেখা গিয়েছে।
advertisement
advertisement
প্রাক্তন বিগ বস ওটিটি প্রতিযোগী কাজল ত্যাগীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন উরফি। দুজনকে একে অপরকে আলিঙ্গন করতে দেখা গিয়েছে। যেখানে উরফি জাভেদ চুমু খাচ্ছেন কাজলকে।
আপাতত উর্ফি জাভেদ মানে ফ্যাশন আইকন৷ তাঁর ফ্যাশন নিয়ে তো কথা বলার নেই৷ কখন যে কী পরছেন তা বুঝে ওঠা দায়৷ আর এই সব পোশাক পরে বিতর্ক তৈরি করে তিনি বাড়িয়ে ফলছেন তাঁর ভক্তের সংখ্যা৷ হু হু করে বেড়ে যাচ্ছে ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা৷ সেই থেকে বাড়ছে তাঁর আয়৷ এভাবেই দিনের পর দিন নিজের পোশাকের মাধ্যমে সকলকে মজিয়ে রাখছেন উর্ফি৷ কিন্তু উরফি জাভেদের ব্যক্তিগত জীবন কখনওই খুব একটা সামনে আসেনি।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 18, 2023 11:29 AM IST