Twinkle Khanna: ৪৮ বছর বয়সে ফের পড়াশোনা! কী এমন করছেন টুইঙ্কল, জানলে অবাক হবেন

Last Updated:

টুইঙ্কল খান্না বর্তমানে লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিয়েছিলেন। যাতে তিনি কী ভাবে তার পড়াশোনা করছেন, সে সম্পর্কে লিখেছেন। ৪৮ বছরে কেমন কাটছে কলেজ জীবন তা শেয়ার করেছেন।

টুইঙ্কল খান্না বর্তমানে লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিয়েছিলেন। যাতে তিনি কী ভাবে তার পড়াশোনা করছেন, সে সম্পর্কে লিখেছেন। ৪৮ বছরে কেমন কাটছে কলেজ জীবন তা শেয়ার করেছেন।
ভিডিওয় তাঁর কলেজ, বন্ধুবান্ধব এবং কলেজ জীবনের আনন্দ নিয়ে লিখেছেন। তিনি লিখেছেন “ আমার পঞ্চাশ বছর বয়সে আবার বিশ্ববিদ্যালয়ের ফিরে যাবার অভিজ্ঞতা ঠিক কী রকম? নিজেকে নিয়ে নানা প্রশ্ন এসেছে, তাও ন’মাস ক্লাস করে এখন আমি মাস্টার্সের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। কে জানত হাজার হাজার কাপ কফি খেয়ে ক্লাসের লেকচারে মনোযোগ দেওয়া, পরীক্ষা, নম্বর এগুলি নিয়ে ভাবা আমার রোজের কাজ হয়ে দাঁড়াবে? মাঝে মাঝে আমি ভাবি অন্য কিছু করলে হত। তখন অন্যদিকে, মনে হয় আমার কাছে এই সমস্ত নতুন অভিজ্ঞতা যেমন আমার বিশ্ববিদ্যালয়ের এই সব বন্ধু, তাদের সঙ্গে কাটানো সময়, আমাদের এই মহিলা বাহিনীর লাঞ্চ ব্রেকে হাসি-ঠাট্টা এগুলো কিছুই হত না।
advertisement
advertisement
টুইঙ্কলের উপলব্ধি, ‘বয়স একটা সংখ্যা মাত্র। টানটান ত্বক, মেদহীন পেট, অফুরন্ত এনার্জি— আর কী কী হারিয়েছে সেই হিসেব না করে বরং এই বয়সে এসে কী কী পেলেন সেটাই দেখা উচিত। বয়স মানেই জীবন থেকে সব বাদ সেটা না ভেবে বরং ভাল স্মৃতি, অভিজ্ঞতা পরিমাণ বাড়ল সেটা ভাবাই ভাল। আপনি আমার সঙ্গে সহমত? নাকি নয়?’
advertisement
advertisement
কয়েক সপ্তাহ আগে, তিনি তাঁর মেয়ে সঙ্গে আরও একটি ভিডিও শেয়ার করেছিলেন। ভিডিওটি ক্যাপশনে লেখেন ‘মাতৃত্বের আনন্দ’।
‘বাদশা’, ‘জোরু কা গুলাম’, ‘মেলা’-র মতো ছবিতে কাজ করেছেন টুইঙ্কল। ২০০১ সালে তিনি অভিনয় থেকে অবসর নেন। সে বছরই অক্ষয় কুমারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। ছেলেমেয়ে নিয়ে তাঁদের সাজানো সংসার।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Twinkle Khanna: ৪৮ বছর বয়সে ফের পড়াশোনা! কী এমন করছেন টুইঙ্কল, জানলে অবাক হবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement