Trina Saha: কাজ থেকে বাদ? 'সবাই দোষ দিতে চলে আসবে', সোহিনীর সঙ্গে বিবাদের মাঝেই ইঙ্গিত তৃণার

Last Updated:

Trina Saha: আপাতভাবে খুবই সাধারণ একটি ভিডিও পোস্ট করেছেন তৃণা। দেখা যাচ্ছে, রাস্তার ধারের একটি দোকানে দাঁড়িয়ে গরম গরম জিলিপি খাচ্ছেন তৃণা।

কলকাতা: একই ওয়েব সিরিজের শ্যুট করতে গিয়ে মনোমালিন্য। সেখান থেকে বিবাদ। ক্যামেলিয়া প্রোডাকশন এবং রুদ্রনীল ঘোষের ওয়ার্কশপ প্রোডাকশনস প্রযোজিত ‘মাতঙ্গী’র শ্যুটে বিবাদে
জড়িয়েছিলেন সোহিনী সরকার এবং তৃণা সাহা। তার পর থেকেই নাকি মুখ দেখাদেখি বন্ধ দুই নায়িকার।
শোনা গিয়েছে, সোহিনীর ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্টের দল রয়েছে। হঠাৎ তৃণাও সোহিনীর মতো সুযোগ-সুবিধা দাবি করে বসেন। সেখান থেকেই বিরোধের সূত্রপাত। তৃণার আচরণ নিয়ে শুরু হয় কথা। বিরোধের দ্বিতীয় অধ্যায় শুরু হয় যখন সোহিনী নাকি একটি মেসেজ করেন আর্টিস্টদের গ্রুপে। সূত্রের খবর, সোহিনী সেখানে দাবি করেন, তিনি ২০১৮ সাল থেকে ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট ও ভ্যান পেয়ে আসছেন। অপেক্ষা করলে সকলেই বিশেষ বন্দোবস্ত পেয়ে যাবেন। তবে তিনি কারও নাম না করলেও বিষয়টি বিশেষ ভাল ভাবে নেননি তৃণা। অপমানিত বোধ করে সেট ছাড়েন তিনি।
advertisement
advertisement
শোনা যাচ্ছে, তৃণার অংশের অনেকটা শ্যুট হয়ে গেলেও সেই সিরিজে আর তাঁকে দেখা যাবে না। অভিনেত্রী বিবাদ মিটিয়ে নিতে চাইলেও নাকি রাজি নন নির্মাতারা। তাঁর পরিবর্তে সেই চরিত্রে অভিনয় করতে পারেন অন্য এক জনপ্রিয় অভিনেত্রী। তবে এই গুঞ্জনে শিলমোহর বসেনি এখনও বিষয়টি নিয়ে যদিও তৃণা এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তবে তাঁর পোস্ট করা একটি ভিডিও নিয়ে ইতিমধ্যেই জল্পনা মাথাচাড়া দিয়ে উঠেছে। কী দেখা গিয়েছে সেই ভিডিওয়?
advertisement
আপাতভাবে খুবই সাধারণ একটি ভিডিও পোস্ট করেছেন তৃণা। দেখা যাচ্ছে, রাস্তার ধারের একটি দোকানে দাঁড়িয়ে গরম গরম জিলিপি খাচ্ছেন তৃণা। ডায়েটের কড়া ছক থেকে বেরিয়ে এই ফাঁকি বেশ ভালই লেগেছে তাঁর। কিন্তু এতে বিতর্ক কোথায়? যা দেখা যাচ্ছে, তাতে কোনও বিতর্ক নেই। তবে এই ভিডিওর সঙ্গেই একটি অডিও জুড়ে দিয়েছেন তৃণা। সেখানেই খানিক বিতর্কের আভাস পেয়েছেন তাঁর অনুরাগীরা।
advertisement
সেই অডিওয় শোনা যাচ্ছে, ‘তোমার পরিশ্রমটা কেউ দেখবে না। কিন্তু সবাই দোষ দিতে চলে আসবে। ভাল কিছু না করতে পারলে, সকলে তোমার খুঁত ধরবে। কিন্তু যদি ভাল কিছু ঘটে যায়, সবাই বলবে ভাগ্যের জন্য হয়েছে। পৃথিবী একটা সোজা নিয়ম বোঝে। যার ক্ষমতা আছে, পৃথিবী তাদের সঙ্গেই চলে।’
advertisement
অনেকেই মনে করছেন, সাম্প্রতিক সময়ের বিতর্কের জবাব এই ভিডিওর মাধ্যমে আকারে-ইঙ্গিতে জবাব দিয়েছেন তৃণা। তবে সত্যিই কি তাই? এ বিষয়ে এখনই কিছু বলছেন না তৃণা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Trina Saha: কাজ থেকে বাদ? 'সবাই দোষ দিতে চলে আসবে', সোহিনীর সঙ্গে বিবাদের মাঝেই ইঙ্গিত তৃণার
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement