Trina-Sohini Fight : মেকআপ আর্টিস্ট-ভ্যান নিয়ে দুই নায়িকার জোর লড়াই! সোহিনীর উপর রেগে সেট ছাড়লেন তৃণা

Last Updated:

Trina-Sohini Fight : বিরোধের দ্বিতীয় অধ্যায় শুরু হয় যখন সোহিনী নাকি একটি মেসেজ করেন আর্টিস্টদের গ্রুপে। সূত্রের খবর, সোহিনী নাকি সেখানে দাবি করেন, তিনি ২০১৮ সাল থেকে ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট ও ভ্যান পেয়ে আসছেন।

তৃণা-সোহিনীর বিরোধ
তৃণা-সোহিনীর বিরোধ
কলকাতা: নায়িকাদের ক্যাটফাইটিং নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের। যেই সম্পর্কে দ্বন্দ্ব নেই, সেখানেও বিরোধ খোঁজেন তাঁরা। তবে এবার সত্যি সত্যিই দ্বন্দ্বে জড়িয়েছেন টলিউডের দুই নায়িকা। সোহিনী সরকার এবং তৃণা সাহা। শোনা যাচ্ছে, দু’জনের মুখ দেখাদেখি বন্ধ। এমনকি তাঁরা দু’জনে যে ওয়েব সিরিজের শ্যুট করছিলেন, তা আপাতত স্থগিত।
ক্যামেলিয়া প্রোডাকশন এবং রুদ্রনীল ঘোষের ওয়ার্কশপ প্রোডাকশনস প্রযোজিত ‘মাতঙ্গী’ ওয়েব সিরিজে ধুন্ধুমার লড়াই। সিরিজে সোহিনী এবং তৃণা ছাড়া অভিনয় করছেন দেবশ্রী গঙ্গোপাধ্যায় এবং রণিতা দাস। আপাতত দুই নায়িকার বিরোধের কারণে শ্যুট বন্ধ। ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য, ‘ইগোর লড়াই’।
advertisement
advertisement
শোনা গিয়েছে, সোহিনীর ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্টের দল রয়েছে। হঠাৎ তৃণা নাকি দাবি করেন, তাঁরও সোহিনীর মতো ব্যবস্থা চাই। সেখানেই বিরোধ শুরু হয়। চিৎকার করা হয় বলেও দাবি। তৃণার আচরণ নিয়ে কানাঘুষো কথা ছড়ায়। তবে এখানেই শেষ নয়। বিরোধের দ্বিতীয় অধ্যায় শুরু হয় যখন সোহিনী নাকি একটি মেসেজ করেন আর্টিস্টদের গ্রুপে। সূত্রের খবর, সোহিনী নাকি সেখানে দাবি করেন, তিনি ২০১৮ সাল থেকে ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট ও ভ্যান পেয়ে আসছেন। অপেক্ষা করলে সকলেই বিশেষ বন্দোবস্ত পেয়ে যাবেন। তবে তিনি কারও নাম নেননি সেখানে।
advertisement
সূত্রের দাবি, তৃণার সেই মেসেজ পড়ে খারাপ লাগে। তিনি অপমানিত বোধ করেন। তার পরই তিনি শ্যুট ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তারপর থেকে সব থমকে।
নিউজ18 বাংলার পক্ষ থেকে তৃণার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে মন্তব্য করতে রাজি নন বলেই বুঝিয়ে দিয়েছেন। অন্যদিকে আরও দুই নায়িকা-সহ বাকি কলাকুশলীরা সকলেই অপেক্ষা করছেন, কবে পরিস্থিতি ঠান্ডা হবে, আর কাজ শুরু হবে। কারণ তৃণার সঙ্গে অধিকাংশ শ্যুট হয়ে গিয়েছে। তাই কেউই নায়িকা-বদলের পথে হাঁটতে চান না বলেই জানা গিয়েছে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Trina-Sohini Fight : মেকআপ আর্টিস্ট-ভ্যান নিয়ে দুই নায়িকার জোর লড়াই! সোহিনীর উপর রেগে সেট ছাড়লেন তৃণা
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement