#কলকাতা: বড়পর্দা ছেড়ে ছোটপর্দা ৷ আর এখন তো ছোটপর্দা থেকে সোজা ওয়েব সিরিজ ৷ পরিসংখ্যান বলছে, ওয়েব সিরিজে মধ্যে দিয়ে যেভাবে দ্রুত দর্শকদের কাছে পৌঁছে যাওয়া যায়, তা আপাতত অন্য কোনও মাধ্যমের আর সেই জোর নেই ৷ হাতের মুঠোয় থাকা মোবাইল ফোনটাই এখন সিনেমার স্ক্রিন ! আর সেই ব্যাপারটাকেই সঙ্গে নিয়েই এবার আসছে ‘হইচই’ ওয়েবসাইট ৷ সেই ওয়েবসাইটেই দেখা যাবে পরকীয়া, প্রেম, যৌনতায় ভরপুর ওয়েব সিরিজ হ্যালো ! সম্প্রতি সেই ‘হ্যালো’র ট্রেলারই প্রকাশ্যে এল৷
‘হ্যালো’ ছবিটি পরিচালনা করেছেন অনির্বাণ মল্লিক ৷ ছবিতে দেখা যাবে রাইমা সেন, প্রিয়াঙ্কা সরকার ও জয় সেনগুপ্তকে ৷ একটা এসএমএস ও পরকীয়া, প্রেম ৷ সব মিলিয়ে রহস্য দানা বাঁধা এই ওয়েব সিরিজ হ্যালো !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।