Karan Johar-Tota Roy Chowdhury: অন্যদের থেকে টুকে 'রকি অউর রানি...' তৈরির অভিযোগ! বিতর্কের মাঝেই করণের পাশে টোটা

Last Updated:

Karan Johar-Tota Roy Chowdhury: 'রকি অউর রানি...'র জমকালো সেট দেখে অনেকেরই সঞ্জয় লীলা বনশালির কথা মনে হয়েছিল। এমন চমক-গমক তাঁর সেটেই দেখা যায়। সাক্ষাৎকারে সেটা স্বীকার করলেন করণ জোহরও।

‘রকি অউর রানি কি প্রেম কহানি’-তে টোটা রায়চৌধুরীর কত্থক নজর কেড়েছিল সবার। কয়েক সপ্তাহ তাঁর নাচই ছিল ‘টক অফ দ্য টাউন’।
তবে শুধু টোটার নাচ নয়, রণবীর সিংয়ের অভিনয় আর নাচও প্রশংসা কুড়িয়েছে। এই ছবিতে বেশ কিছু পুরনো গান ‘রিক্রিয়েট’ করেছিলেন পরিচালক করণ জোহর। সে সব খোলা মনেই গ্রহণ করেছিলেন দর্শকও। কিন্তু গোল বেঁধেছে করণ জোহরের একটি সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়ে।
‘রকি অউর রানি…’র জমকালো সেট দেখে অনেকেরই সঞ্জয় লীলা বনশালির কথা মনে হয়েছিল। এমন চমক-গমক তাঁর সেটেই দেখা যায়। সাক্ষাৎকারে সেটা স্বীকার করলেন করণ জোহরও। স্পষ্ট বলেছেন, এমন সেট সঞ্জয় লীলা বনশালি এবং যশ চোপড়ার থেকেই অনুপ্রাণিত। শুধু তাই নয়, যশ চোপড়ার একটা গান নকল করেছেন বলেও স্বীকার করেছেন করণ।
advertisement
advertisement
এই সাক্ষাৎকার সামনে আসতেই রে-রে করে উঠেছেন নেটিজেনরা। সরাসরি ‘টুকলি’ করার অভিযোগ তুলেছেন করণ জোহরের বিরুদ্ধে। একের পর এক পোস্টে চলছে তুলোধোনা। এই পরিস্থিতিতে পরিচালকের পাশে দাঁড়িয়েছেন টোটা রায়চৌধুরী। ছবিতে আলিয়া ভাটের বাবা কত্থক গুরু চন্দন চ্যাটার্জির ভূমিকায় অভিনয় করেছেন তিনি। টোটার দাবি, “গতে বাঁধা চরিত্রগুলোকে ছিন্নভিন্ন করে দিয়েছে পর্দার চন্দন। এর পুরো কৃতিত্ব করণ জোহরের।”
advertisement
এখানেই থামেননি টোটা, “অনেকেই বলছেন, আমি সবাইকে ছাপিয়ে গিয়েছি। কিন্তু এটা টিম ওয়ার্ক। চন্দন চ্যাটার্জির চরিত্রের সংগ্রাম এবং যাত্রা দর্শকদের ভাবিয়েছে। এটা সম্ভব হয়েছে করণ চরিত্রটাকে ওই ভাবে এঁকেছেন বলেই।” সঙ্গে যোগ করেন, করণ জোহরের ছবি করার শৈলীটাই অন্য রকম। ‘রকি অউর রানি…’তেও তার অন্যথা হয়নি।
advertisement
চন্দন চ্যাটার্জির মতো চরিত্রে তাঁকে বাছার জন্য করণ জোহরের কাছে তিনি কৃতজ্ঞ। সাক্ষাৎকারে এ কথা খোলাখুলিই বলেন টোটা। তাঁর কথায়, ‘এই চরিত্র চিরাচরিত ধ্যানধারণাকে ভেঙে দিয়েছে’। প্রসঙ্গত, এই চরিত্রের জন্য কলকাতায় পারমিতা মৈত্রের কাছে ৬ মাস কত্থক শেখেন টোটা। তারপর নিকিতা বানওয়ালিকার কাছে। টোটার কথায়, “পর্দায় নিখুঁতভাবে চরিত্রটা ফুটিয়ে তুলতে চেয়েছি। তার জন্য যা যা করার করেছি।”
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Karan Johar-Tota Roy Chowdhury: অন্যদের থেকে টুকে 'রকি অউর রানি...' তৈরির অভিযোগ! বিতর্কের মাঝেই করণের পাশে টোটা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement