Tanjin Tisha: ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে বাংলাদেশের তানজিন তিশা! 'রাতটা ভুলব না..', আতঙ্কে নায়িকা

Last Updated:

Tanjin Tisha: তিশা জানিয়েছেন, বিশেষ আঘাত লাগেনি তাঁর। তবে পুরো ঘটনায় আতঙ্কিত ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় মুখ।

ঢাকা: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বাংলাদেশের অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার রাতে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাঁকে। তিশা জানিয়েছেন, বিশেষ আঘাত লাগেনি তাঁর। তবে পুরো ঘটনায় আতঙ্কিত ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় মুখ। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি দিয়ে নিজের কথা জানান অনুরাগীদের।
ফেসবুকে তিশা লেখেন, ‘শেষ রাতটা কখনও ভুলব না। পথ দুর্ঘটনার কবলে পড়েছিলাম এবং একটি ড্রাম ট্রাক আমার গাড়িটিকে প্রায় গুড়িয়ে দিয়েছে। গাড়িটি আমার খুবই কাছের কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে সেটি কিনেছিলাম। তাই এই ক্ষতিটা মেনে নেওয়া আমার পক্ষে সহজ নয়।’ একই সঙ্গে তিশা জানান, তিনি ভাল আছেন। অনুরাগীদের আশ্বস্ত করে লেখেন, ‘একটু চোট লেগেছে। কিন্তু ঠিক আছি।’ তিশার এই পোস্ট দেখে কিছুটা নিশ্চিন্ত তাঁর অনুরাগীরা।
advertisement
advertisement
গত অগাস্টে প্রবল অসুস্থ হয়ে পড়েছিলেন তিশা। এমনকি হাসপাতালেও ভর্তি করানো হয় তাঁকে। সেই অভিজ্ঞতাকে ‘মৃত্যু যন্ত্রণা’র সঙ্গে তুলনা করেছিলেন অভিনেত্রী। তবে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর ফের একের পর এক কাজ করতে থাকেন তিনি।
advertisement
বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় মুখ তিশা। অগুনতি নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এপারেও তাঁর অনুরাগীর সংখ্যা কিছু কম নয়।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tanjin Tisha: ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে বাংলাদেশের তানজিন তিশা! 'রাতটা ভুলব না..', আতঙ্কে নায়িকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement