আরেকটা সন্তানের কী প্রয়োজন ছিল ? অন্য ছেলের প্রশ্ন সুদীপাকে

স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে সুদীপা চট্টোপাধ্যায় ৷ ছবি: ফেসবুক ৷

স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে সুদীপা চট্টোপাধ্যায় ৷ ছবি: ফেসবুক ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন সুদীপা চট্টোপাধ্যায়। চট্টোপাধ্যায় পরিবারে খুশির হাওয়া। মা এবং সন্তান দু’জনেই ভাল আছেন বলে খবর।

    মাস কয়েক আগে জনপ্রিয় রান্নার শো থেকে বিদায় নেওয়ার সময়ই সুদীপার কাছে তার কারণ জানতে চান অনুরাগীরা। তখন সোশ্যাল মিডিয়াতেই এই সুখবরের আভাস দিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তায় সুদীপা ও অগ্নিদেব চট্টোপাধ্যায়কে ভরিয়ে তুলছেন তাঁদের ভক্তরা ৷ পিছিয়ে নেই টলিউড ইন্ডাস্ট্রিও ৷ টলিউডের বিভিন্ন শিল্পীরাও তাঁদের দু’জনকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন ৷

    44368436_10156926453115774_4119825006479802368_n

    চট্টোপাধ্যায় পরিবারে বেজায় খুশির আমেজ ৷ কিন্তু এক্কেবারে খুশি নয় চট্টোপাধ্যায় পরিবারের এক সদস্য ৷ সুদীপার কোল আলো করে একটি ফুটফুটে পুত্রসন্তান আসায় মন খারাপ সুদীপা চট্টোপাধ্যায়ের বড় ছেলে ৷ সে নাকি আবার সুদীপা প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন যে, কেন আরেকটা সন্তান আনা হচ্ছে ? সে নাকি রীতিমতো দুশ্চিন্তায় রয়েছে ৷ হিংসেও হচ্ছে খুব ৷ সুদীপা মা হওয়ায় বেজায় অখুশি সুদীপা পোষ্য সারমেয় ‘ভানু’ ৷ এমনটাই মনে করেন সুদীপা ৷ আর এ নিয়ে একটি লেখা তিনি তাঁর ফেসবুক পেজে পোস্ট করেছেন ৷

    ওই পোস্টে সুদীপা চট্টোপাধ্যায় লিখেছেন-

    ‘‘ কেউ আমায় সঠিক উত্তর দিয়ে সাহায্য করবেন ?

    মা: ভানু তুমি এমন অদ্ভুত আচরণ করছো কেন ? কী হয়েছে ?

    ভানু: আমার মনে হচ্ছে, আমি মাকে হারিয়ে ফেলছি !মা: কিন্তু কেন ?

    sudipa1ভানু: আমার মনে হয়, আমার এখন খুব কান্না হচ্ছে ..সবাই বলছে,আমাদের বাড়িতে আরেকটি কুকুর ছানা আসছে -যে নাকি আমাদের প্রাইভেট বিছানায় থাকবে ৷ আর বাবা, আমার বিছানা ডানদিক থেকে বাঁদিকে সরিয়ে দিয়েছে ৷মা: হ্যাঁ!..এটাই সত্যি ৷ কিন্তু বাবা শুধুমাত্র তোমার বিছানাটা সরিয়েছেন ৷ তিনি তোমায় সরাননি ৷

    ভানু: ওহ’ না..ধন্যবাদ..আমি বাবোর দিকে থাকব ৷ ঠক আছে ...ওএমজি!..কিন্তু কত সময় লাগবে?মা: কীসের জন্য ?ভানু: ওই কুকুর ছানা..উপস! তুমি কী নামে ডাকবে ওকে ?মা: একটি বাচ্চা..ভানু: হ্যাঁ, ওই বাচ্চা..বড় হতে ওই শিশুটার কত সময় লাগবে ?

    sudipaমা: মানুষের বাচ্চারা কুকুরের মতো বড় হয়ে যায় না ৷ তাদের গোটা জীবন লেগে যায় ৷ অনেক সময় তারা বড় হয়ও না ৷ ঠিক তোমার মতো ৷ভানু: কী? আমি এখন ৭৮ কেজির..মা: মিথ্যে কথা বলো না ..তোমার ওজন ৮০.৫ কেজি এখন ৷ কিন্তু তুমি এখনও বাচ্চা ৷ কিন্তু তুমি আমার কাছে কুকুর ছানা নও, তুমি আমার ছেলে ৷ভানু: তুমি সত্যি বলছো ?মা: হ্যাঁ!ভানু: তাহলে তোমার আরেকটা কুকুর ছানার কী প্রয়োজন ? মানে আরেকটা সন্তানের ?

    মা:

    First published:

    Tags: Agnidev Chatterjee, Mother, Sudipa Chatterjee