Mithai: ত্বনী রায় ওরফে তোর্ষার প্ল্যান কীভাবে ভেস্তে দিলেন মিঠাই, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

মিঠাইকে কষ্ট দিতে এক পায়ে খাঁড়া তোর্ষা৷ তবে মিঠাইও কম যায় না৷

#কলকাতা: মিঠাই ধারাবাহিকে(Mithai Serial) তোর্ষা অন্যতম ভিলেন৷ তাঁর জন্য বিয়ে ভাঙতে বসেছে মিঠাই-সিদ্ধার্থের৷ মিঠাইকে কষ্ট দিতে এক পায়ে খাঁড়া তোর্ষা৷ তবে মিঠাইও কম যায় না৷ একেবারে হঠাৎ করেই ভেস্তে দিল তোর্ষার প্ল্যান৷ না এটি সিরিয়ালের কথা নয়৷ বাস্তবে তোর্ষা ওরফে ত্বনী রায়ের সঙ্গে মোক্ষম চালাকি করলেন মিঠাই ওরফে সৌমিতৃষা৷ সেই ভিডিও ভাইরালও হল৷ আর এতেই আনন্দ পেলেন মিঠাই ভক্তরা (Viral video)৷
মিঠাইয়ের সঙ্গে সিদ্ধার্থে (Mithai-Sidhartha) এই দফায় ডিভোর্স আটকানো গিয়েছে৷ তবে টিস ও তার মা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সিদ্ধার্থের থেকে মিঠাইকে আলাদা করতে৷ যা করা সম্ভব করে চলেছে তারা৷ অন্যদিকে সিদ্ধার্থের পরিবার কোনওভাবে চায় না এই বিবাহবিচ্ছেদ৷ তারা চেষ্টা করছে মিঠাই-সিদ্ধার্থকে এক সাথে রাখতে৷ একই সঙ্গে সিদ্ধার্থের মধ্যেও কিছু পরিবর্তন আসছে৷ মিঠাইকে কিছুটা পছন্দ করছে সেও৷ তবে বিয়েটা সে মানবে কি না বা মিঠাইকে বউ হিসেবে স্বীকৃতি দেবে কিনা, সেটা এখনই বলা মুশকিল৷ তার জন্যই নিয়মিত ধারাবাহিকে মন দিচ্ছে দর্শক৷
advertisement
View this post on Instagram

A post shared by Tonni Laha Roy (@roytonni)

advertisement
advertisement
সিরিয়ালে যতই মিঠাইয়ের সঙ্গে শত্রুতা থাক না কেন তোর্ষার, বাস্তবে ত্বনী ও সৌমিতৃষার দারুণ দোস্তি৷ তাই তো দু’জনে মিলে নিয়মিত ভিডিও পোস্ট করেন৷ এমনই এক ভিডিওতে দেখা গেল দু’জনকে৷ তবে ত্বনীর দারুণ স্টাইল ভেস্তে দিলেন সৌমিতৃষা৷ খুব কেতাদুরস্ত হয়ে হেঁটে আসছিলেন ত্বনী৷ আর তার মধ্যে শাড়ি পরে ঢুকে পড়লেন সৌমিতৃষা৷ নিজের মতো করে নাচলেন৷ এতেই মজা পেলেন ভক্তরা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mithai: ত্বনী রায় ওরফে তোর্ষার প্ল্যান কীভাবে ভেস্তে দিলেন মিঠাই, দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement