শাড়ি-গয়না-সোলার মুকুট, গায়ে হলুদের সাজেই তুমুল নাচ 'কনে' অভিনেত্রী ত্বরিতার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও...

Last Updated:

১৫ জানুয়ারি উত্তম কুমারের ভাই তরুণ কুমারের একমাত্র মেয়ের ছেলে অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় মুখ ত্বরিতা চট্টোপাধ্যায়ের৷

#কলকাতা: উত্তম কুমারের ভাই তরুণ কুমারের একমাত্র মেয়ের ছেলে অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় মুখ ত্বরিতা চট্টোপাধ্যায়ের৷ ১৫ জানুয়ারি অর্থাৎ শুক্রবার আলিপুরের ওপেন থিয়েটার উত্তীর্ণতে বসেছিল রাজকীয় বিয়ের আসর। আজ রবিবার তাঁদের রিসেপশন। সেই অনুষ্ঠানও হবে উত্তীর্ণতেই।
তারকা জুটির বিয়েতে বসেছিল চাঁদের হাট। উপস্থিত হয়ছিলেন অভিনেতা রাহুল, অভিনেত্রী তথা ত্বরিতার প্রাণের বন্ধু সন্দীপ্তা সেন, অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়, টলিউড অভিনেত্রী জুহি সেনগুপ্ত, টেলি অভিনেত্রী দীর্ঘই পাল, লোপামুদ্রা-সহ 'রানী রাসমনি' ধারাবাহিকের গোটা টিম। উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের ভাইয়ের বিয়ে, তাই কালো ধুতি পাঞ্জাবিতে রাজকেয় সাজে ছিলেন গৌরব। দেওরের বিয়েতে কালো বেনারসীতে সেজেছিলেন দেবলীনা কুমার।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
জুটির প্রি-ওয়েডিংয়ের আসর ছিল জমজমাট। জীবনের স্পেশ্যাল দিনের কোনও অংশ যাতে মিস না হয়, তাই সেই সব মুহূর্ত স্মরণীয় করে তুলতে মেহেন্দি, সংগীত সব অনুষ্ঠানেরই আয়োজন করা হয়েছিল বর-কনের তরফে। সংগীতের অনুষ্ঠানে জমিয়ে নাচলেন জমিয়ে নেচেছেন ত্বরিতা-সৌরভ। অভিনেত্রী সন্দীপ্তাকেও নাচতে দেখা গিয়েছে।
advertisement
শুধু বিয়ের দিনে নয়, নববধূ ত্বরিতাকে নাচতে দেখা গিয়েছে তাঁর গায়ে হলুদের সকালে। গায়ে হলুদের শাহ হয়ে যাওয়ার পরে সেই পোশাকেই ওপেন থিয়েটারের র‍্যাম্পে নাচতে দেখা যায় তাঁকে। একটি জনপ্রিয় রোম্যান্টিক হিন্দি গানে রিল বানিয়েছেন ত্বরিতা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শাড়ি-গয়না-সোলার মুকুট, গায়ে হলুদের সাজেই তুমুল নাচ 'কনে' অভিনেত্রী ত্বরিতার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও...
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরের উপর নিম্নচাপ অঞ্চল, মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা, তবে রাজ্যে আপাতত বৃষ্টি নেই
সাগরের উপর নিম্নচাপ অঞ্চল, মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা,তবে রাজ্যে বৃষ্টি নেই
  • সাগরের উপর নিম্নচাপ অঞ্চল

  • মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

  • তবে রাজ্যে আপাতত বৃষ্টি নেই

VIEW MORE
advertisement
advertisement