হাত ভর্তি মেহেন্দি, পরনে লাল জামদানি, নতুন বউকে সঙ্গে নিয়ে এক ফ্রেমে সৃজিত

Last Updated:
#কলকাতা: শেষ পর্যন্ত বিয়েটা করেই ফেললেন সৃজিত মুখোপাধ্যায়৷ পাত্রী বাংলাদেশের রাফিয়াত রশিদ মিথিলা৷ বছরখানেক প্রেম এবং তারপর বিয়ের সিদ্ধান্ত নিলেন দু’জনে৷ ৬ই ডিসেম্বর শুক্রবার কলকাতায় বসল বিয়ের আসর৷ সৃজিতকে বর হিসেবে দেখার ইচ্ছে তো ছিল অনেকের৷ তিনি কি মাথায় টোপর পরবেন? না হয় ধুতি পাঞ্জাবী? এমন প্রশ্ন তো ছিলই৷ তবে সৃজিতের সাজে ছিল আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের ছোঁয়া৷ তিনি ও মিথিলা রেজিস্ট্রি ম্যারেজ সারলেন৷ তাই টিপিক্যাল বর-কনে হিসেবে দেখা মিলল না সৃজিত-মিথিলার৷
Photo Courtesy: Facebook Photo Courtesy: Facebook
মিথিলাও পরলেন টুকটুকে লাল জামদানি৷ সঙ্গে সোনার গয়না৷ ছোট্ট টিপ, হাল্কা লিপস্টিক আর পরনে জামদানি- সাক্ষাৎ যেন অ্যাডের ট্যাগলাইনে নিজেকে সাজিয়ে তুলেছিলেন সৃজিতের নতুন ঘরনী৷ তাদের সাজের মতোই এদিনে অনুষ্ঠানের আয়োজনও ছিল বেশ ছিমছাম৷ সৃজিত বিরিয়ানি খেতে ভালবাসেন৷ তাই অতিথিদের জন্য বিরিয়ানি মাস্ট!তবে রেজিস্ট্রির দিন সৃজিত-মিথিলার খুব কাছের মানুষরাই উপস্থিত ছিলেন৷ সৃজিত ও মিথিলার দাম্পত্য জীবন সুখে কাটুক, শুভেচ্ছা রইল৷
advertisement
advertisement
সৃজিতের আংটি বদল৷ Photo Courtesy: Facebook সৃজিতের আংটি বদল৷ Photo Courtesy: Facebook
সৃজিত-মিথিলার সম্পর্ক নিয়ে ছিল নানা প্রশ্ন৷ বিভিন্ন সময় সৃজিতের সঙ্গে টলিউডের নায়িকাদের নাম জড়িয়েছে৷ তবে মিথিলার সঙ্গে টলিউডের কোনও সম্পর্ক ছিল না৷ তাই মিথিলার পরিচয় জানতে উৎসুখ ছিলেন অনেকে৷ বাংলাদেশের নামী মডেল, গায়িকা, অভিনেতা, সঞ্চালিকা মিথিলা। পলিটিক্যাল সায়েন্স নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন মিথিলা। আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট নিয়েও ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকেও মাস্টার্স করেছেন।
advertisement
বিয়ের দিন মিথিলার মেয়ের সঙ্গে সৃজিত৷ সৃজিতের আংটি বদল৷ Photo Courtesy: Facebook বিয়ের দিন মিথিলার মেয়ের সঙ্গে সৃজিত৷ সৃজিতের আংটি বদল৷ Photo Courtesy: Facebook
বর্তমানে  ব্র্যাক  এ আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান মিথিলা। নজরুল গীতি শেখার সঙ্গে সঙ্গে, কত্থক, ভরত নাট্যম  এবং মণিপুরি নৃত্যের তালিম নেন মিথিলা। পাশাপাশি থিয়েটারে অভিনয় করার সঙ্গে সঙ্গে তাঁর করা অয়েল পেনটিং বহু একজিবিশনে জায়গা করে নিয়েছে।
advertisement
বদল হয়েছে আংটি৷ Photo Courtesy: Facebook বদল হয়েছে আংটি৷ Photo Courtesy: Facebook
জীবনের এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় খুব সুন্দর একটি পোস্ট করেন সৃজিত৷ সৃষ্টিশীল মানুষ তিনি৷ তাই নান্দনীকতার সঙ্গে নিজের জীবনের নতুন অধ্যয়ের কথা ঘোষণা করেছেন বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক৷
advertisement
হল রেজিস্ট্রি৷ Photo Courtesy: Facebook হল রেজিস্ট্রি৷ Photo Courtesy: Facebook
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
হাত ভর্তি মেহেন্দি, পরনে লাল জামদানি, নতুন বউকে সঙ্গে নিয়ে এক ফ্রেমে সৃজিত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement