Priyanka Sarkar Viral Video: কখনও হাতে আপেল, কখনও বিছানায় লাফিয়ে পড়তেই পাল্টে যাচ্ছে প্রিয়াঙ্কা সরকারের পোশাক!

Last Updated:

এই ভিডিওর প্রচুর ভিউ (Viral Video View) হয়েছে৷ প্রিয়াঙ্কা (Priyanka Sarkar)ভক্তরা বেশ পছন্দ করেছেন৷

#কলকাতা: ছিপছিপে প্রিয়াঙ্কা সরকারের (Priyanka Sarkar) গ্ল্যামার যে কোনও মহিলার কাছে বেশ ঈর্ষনীয় হলেও, পুরুষদের মনে ঝড় তুলবে নিশ্চয়ই৷ তিনি সিঙ্গল মাদার৷ ছেলের সব দায়িত্ব সামলে তিনি পুরোদমে টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছেন৷ একের পর এক ছবি থেকে অন্যান্য প্রোজেক্ট, খুবই ব্যস্ত প্রিয়াঙ্কা৷ তবে তার মধ্যেও ছেলে সহজকে সময় দিতে ভোলেন না তিনি৷ সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় প্রিয়াঙ্কা (Priyanka Sarkar Social Media) ৷ নিজের নানা ধরণের ছবি পোস্ট করেন তিনি ৷ এক সে বড়কে এক সে সব ছবি৷ তবে এবার প্রিয়াঙ্কা যে ভিডিও পোস্ট করেছেন তা দেখে তাক লাগবে! কারণ তাঁর পোস্ট করা একটি ভিডিওতে তাঁর হাতে রয়েছে আপেল৷ তবে সেই লাল আপেল তালে তালে নেচে উঠছে! কখনও প্রিয়াঙ্কার (Priynka Sarkar Viral Video) হাতে মুঠোয়ে তো কখনও হাওয়ার উড়ছে আপেল! দেখে তাজ্জব হতেই হয়৷ আর একই ভাবে হোটেলর রুমে রাতে পোশাক পরে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে৷ যেই পোশাকে তিনি যেন একটু বিরক্ত৷ আর সেভাবে বিছানায় ঝাঁপ দিতেই তাঁর গায়ে উঠল ঝকমকে মেরুন গাউন৷ শরীরেও জুড়ল নানা গয়না! এক মিনিটে ভোল পাল্টে গেল নায়িকার! হাতে ব্যাগ নিয়ে তিনি তখনই যেন বেরিয়ে পড়লেন শপিং-এ৷ এই দু’টো ভিডিও খুবই মজার৷ ফলে প্রচুর ভিউ হয়েছে৷ প্রিয়াঙ্কা ভক্তরা বেশ পছন্দ করেছেন৷
advertisement
advertisement
advertisement
আসলে এই সবই ক্যামেরার কারসাজি৷ বা ইনস্টাগ্রামের (Instagram) কারুকার্য৷ ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে অনেকেই অনেক রকম ভিডিও তৈরি করতে পারেন৷ যা দেখে অন্যরা অনেক সময় অবাক হন৷ তবে এসবের জন্য যে খুব বেশি পরিশ্রম করতে হয়, তা নয়৷ প্রিয়াঙ্কাও এই দু’টি ভিডিও পোস্ট করে সকলের থেকে অনেক লাইক পেয়েছেন৷ শুধু প্রিয়াঙ্কা নন, এমন ভিডিও অনেক সময় পোস্ট করেন অনেক অভিনেতা-অভিনেত্রীরা৷
advertisement
অন্যদিকে করোনার ফলে বন্ধ রয়েছে প্রিয়াঙ্কা সরকার ও শ্রীলেখা মিত্র অভিনীত ছবি নির্ভয়ার শ্যুটিং৷ পরিচালক অংশুমান প্রত্যুষ জানিয়েছেন যে করোনা দাপটের ফলে তাঁরা কোনওভাবে ঝুঁকি নিতে চাননি৷ যে কারণ শ্যুটিং আপাতত বন্ধই রয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Priyanka Sarkar Viral Video: কখনও হাতে আপেল, কখনও বিছানায় লাফিয়ে পড়তেই পাল্টে যাচ্ছে প্রিয়াঙ্কা সরকারের পোশাক!
Next Article
advertisement
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE
advertisement
advertisement