Tollywood Viral Video|| তোয়ালেতে শরীর ঢেকে বাথটবে টলি অভিনেত্রী, বাথরুমে নাচ-স্নানের ভিডিও তুমুল ভাইরাল...

Last Updated:

Viral Video: পরনে শুধুই তোয়ালে। উন্মুক্ত বাহুতে জ্বলজ্বল করছে রহস্যময় ট্যাটু। দুধ সাদা বাথটবে বাদশা-র 'পানি পানি' গানে ঝড় তুললেন টলিউডের (Tollywood Actress) জনপ্রিয় অভিনেত্রী দীর্ঘই পাল (Deerghoi Paul)।

টলিউড অভিনেত্রী দীর্ঘই পাল।
টলিউড অভিনেত্রী দীর্ঘই পাল।
#কলকাতা: পরনে শুধুই তোয়ালে। টাইট করে মাথার ওপরে বাঁধা চুল। উন্মুক্ত বাহুতে জ্বলজ্বল করছে রহস্যময় ট্যাটু। দুধ সাদা বাথটবে বাদশা-র 'পানি পানি' গানে ঝড় তুললেন টলিউডের (Tollywood Actress) জনপ্রিয় অভিনেত্রী দীর্ঘই পাল (Deerghoi Paul)। স্বচ্ছ কাচের দরজার বাইরে থেকে লেন্সবন্দি হল সেই দৃশ্য। শনিবার দুপুরে নিজের সোশ্যাল মিডিয়া (Social Media) হ্যান্ডেলে অভিনেত্রী নিজেই সেই ভিডিও (Instagram Reel Video) শেয়ার করেন। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল (Viral Video) হয়ে যায়।
advertisement
অভিনেত্রী দীর্ঘই পাল বেশ কয়েকবছর ধরে টলিউডে কাজ করছেন। বর্তমানে 'ধুলোকনা' ধারাবাহিকের একটি জনপ্রিয় চরিত্রে অভিনয় করছেন। মাসখানেক আগে OTT প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত 'মোহমায়া'। দীর্ঘই সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ। প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতি চোখে পড়ে।
advertisement
advertisement
এ দিন দীর্ঘই যে Reel ভিডিও পোস্ট করেছেন, তাতে সদা হাস্যময়ী অভিনেত্রীকে লাগছিল মোহময়ী। ভিডিওতে হ্যান্ড সাওয়ারের জল গায়ে ছিটিয়ে তাঁকে বাদশার গান গাইতে গাইতে  স্নান সারতে দেখা গিয়েছে। স্বচ্ছ কাচের দরজার বাইরে থেকে লেন্সবন্দি হল সেই দৃশ্য। স্নান করতে করতে আপন খেয়ালে জল ছিটিয়ে দিয়েছেন ক্যামেরার দিকেও।
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood Viral Video|| তোয়ালেতে শরীর ঢেকে বাথটবে টলি অভিনেত্রী, বাথরুমে নাচ-স্নানের ভিডিও তুমুল ভাইরাল...
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement